ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
২৫২ বছরের ইতিহাসে চট্টগ্রামে এই প্রথম নারী ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেটের পদায়ন ফরিদা খানম গাজীপুর জেলা মহানগর কাশিমপুরে স্বাধীন মত প্রকাশের জেরে থানার ওসির নেতৃত্বে একাধিক সাংবাদিকের নামে মিথ্যা মামলা আজমিরীগঞ্জ পৌর এলাকার গন্জেরহাটি গ্রামের সরকারি রাস্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রনব বনিকের দখলের চেষ্টা নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহত সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রামে জনতা ব্যাংক সিবিএ নেতা আফসার আ.লীগের আমলে দাপট দেখিয়ে এখন বিএনপি নিয়োগ, বদলি, চাঁদাবাজি করে কামিয়েছেন টাকা মহারাষ্ট্রে ভূমিধস জয়ের পথে বিজেপি জোট, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু জুলাই বিপ্লবে আহত বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের ছেলে মো. বাবুকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে থাইল্যান্ড আজমিরীগঞ্জে  বিয়ের ছয় মাস পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা রায়পুরে দেশীয় শিল্প ও পণ্য মেলায় ভ্রাম্যমান আদালত, নগদ অর্থদণ্ড

এক মাসে ১২ মৃত্যু বিশ্বকাপের উন্মাদনায়

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:২৪:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / ১৩২ ৫০০০.০ বার পাঠক

বিশ্বকাপ ফুটবল উন্মাদনার খেসারতে জীবন দিয়ে দিলেন ১২ জন। ফুটবল নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে সংঘর্ষে, পতাকা টানাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিংবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, খেলা দেখার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। এঁদের বেশির ভাগই কিশোর ও তরুণ।

এদিকে ফুটবল নিয়ে তর্ক-বিতর্কের জেরে বিভিন্ন জেলায় সংঘর্ষে এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত ২৭ জন। হতাহতদের সবাই বিশ্ব ফুটবলের প্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক।
বিশ্বকাপ শুরুর আগের সপ্তাহ থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গত এক মাসের সংবাদ ও তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ সময়ের মধ্যে দেশের তিন জেলায় খুন হয়েছেন তিনজন, সমর্থন করা দলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও ছাদ থেকে পড়ে মারা গেছেন ৭ জন এবং খেলা দেখার সময় উত্তেজিত হয়ে অসুস্থ হওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খেলাকে কেন্দ্র করে লালমনিরহাট, ভোলাসহ ছয়টি জেলায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম চৌধুরী প্রথম আলোকে বলেন, সামাজিক ও রাজনৈতিক নানা কারণে মানুষের মধ্যে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা কমে যাওয়ায় এখন খেলার সমর্থনের মতো তুচ্ছ বিষয়ে মানুষ মারামারিতে জড়িয়ে পড়ছে। তিনি বলেন, রাষ্ট্র, সমাজ এবং পারিবারিক পর্যায় থেকে নাগরিকদের জন্য বিশেষ করে তরুণদের জন্য বিনোদনের বিকল্প উৎস তৈরি করতে না পারায় তাঁরা এখন খেলা দেখাসংক্রান্ত বিষয়েই বুঁদ হয়ে থাকেন। এসব কারণেই বাগ্‌বিতণ্ডা থেকে মারামারি, এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে।তিন জেলায় তিন খুন
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্কবিতর্কের জেরে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গত শুক্রবার রাতে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর।

এর একটি হয়েছে ঢাকার অদূরে সাভার উপজেলায়, অন্যটি হয়েছে হবিগঞ্জের বাহুবলে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে সাভারের ডগরমোড়া এলাকার একটি চায়ের দোকানে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা দেখেতে যান হাসান মিয়া (২৬) নামের এক তরুণ। খেলা শেষে রাত ১২টার দিকে ম্যাচের ফলাফল নিয়ে ওই দোকানে থাকা কয়েকজন তরুণের সঙ্গে তর্কে জড়ান হাসান। বাগ্‌বিতণ্ডার মধ্যেই ওই তরুণেরা হাসানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

একই রাতে হবিগঞ্জের বাহুবলের আদিত্যপুর এলাকায় খেলা শেষে আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিল সমর্থক দুই কিশোরের মধ্যে ঝগড়া বাধে, যাতে জড়িয়ে পড়েন তাদের অভিভাবকেরা। এর জের ধরে পরদিন সকালে এক কিশোরের বাবাকে ধানখেতে বল্লম দিয়ে খুঁচিয়ে জখম করেন আরেক কিশোরের স্বজনেরা। শহীদ মিয়া নামের আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে ৬ ডিসেম্বর ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী গ্রামে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে মো. হৃদয় (২০) নামের এক তরুণ নিহত হন। ৩ ডিসেম্বর আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের আগে নুডলস খাওয়ার আয়োজন নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের দুটি পক্ষের সংঘর্ষ হয়। এর জের ধরে ৬ ডিসেম্বর রাতে আবার সংঘর্ষ বাধলে প্রতিপক্ষের হামলায় হৃদয় মারা যান।

সবচেয়ে বেশি মৃত্যু পতাকা টাঙাতে গিয়ে

বিশ্বকাপের মৌসুমে বাংলাদেশিরা তাঁদের প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে সবচেয়ে বেশি যে কাণ্ডটি করেন, তা হলো বাসাবাড়ি বা উঁচু গাছের মগডালে ওই সব দেশের পতাকা ওড়ানো। প্রতিবছরই পতাকা টাঙাতে গিয়ে দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনা ঘটে। এবারও দেশের সাতটি জেলায় পতাকা টাঙাতে গিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন মারা গেছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আর একজনের মৃত্যু হয়েছে ছাদ থেকে পড়ে।

মারা যাওয়া সাতজন হলেন কুষ্টিয়ার কুমারখালী, নওগাঁর ধামইরহাট, লক্ষ্মীপুরের রামগতি, টাঙ্গাইলের সখীপুর, খাগড়াছড়ি সদর, ময়মনসিংহের গফরগাঁও এবং কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা। তাঁরা সবাই বয়সে কিশোর ও তরুণ। এর মধ্যে চারজন ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ও তিনজন আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মারা গেছেন। এ ছাড়া পতাকা টাঙাতে গিয়ে ঢাকার কেরানীগঞ্জে দুই শিশুসহ হবিগঞ্জের বানিয়াচং ও ময়মনসিংহের গফরগাঁওয়ে চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছেন।

খেলার উত্তেজনায় অসুস্থ হয়ে মৃত্যু

সংঘর্ষ, দুর্ঘটনার বাইরেও খেলার উত্তেজনা, উচ্ছ্বাসে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ফরিদপুর ও নেত্রকোনা জেলার এই দুই ব্যক্তি আর্জেন্টিনার পাঁড় সমর্থক ছিলেন। তাঁদের একজন গ্রুপ পর্বে আর্জেন্টিনার সঙ্গে মেক্সিকো ম্যাচের পর এবং অন্যজন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর মারা যান। তাঁরা দুজনই খেলা দেখার সময় ‘হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে’ মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এক মাসে ১২ মৃত্যু বিশ্বকাপের উন্মাদনায়

আপডেট টাইম : ০৫:২৪:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২

বিশ্বকাপ ফুটবল উন্মাদনার খেসারতে জীবন দিয়ে দিলেন ১২ জন। ফুটবল নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে সংঘর্ষে, পতাকা টানাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিংবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, খেলা দেখার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। এঁদের বেশির ভাগই কিশোর ও তরুণ।

এদিকে ফুটবল নিয়ে তর্ক-বিতর্কের জেরে বিভিন্ন জেলায় সংঘর্ষে এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত ২৭ জন। হতাহতদের সবাই বিশ্ব ফুটবলের প্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক।
বিশ্বকাপ শুরুর আগের সপ্তাহ থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গত এক মাসের সংবাদ ও তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ সময়ের মধ্যে দেশের তিন জেলায় খুন হয়েছেন তিনজন, সমর্থন করা দলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও ছাদ থেকে পড়ে মারা গেছেন ৭ জন এবং খেলা দেখার সময় উত্তেজিত হয়ে অসুস্থ হওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খেলাকে কেন্দ্র করে লালমনিরহাট, ভোলাসহ ছয়টি জেলায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম চৌধুরী প্রথম আলোকে বলেন, সামাজিক ও রাজনৈতিক নানা কারণে মানুষের মধ্যে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা কমে যাওয়ায় এখন খেলার সমর্থনের মতো তুচ্ছ বিষয়ে মানুষ মারামারিতে জড়িয়ে পড়ছে। তিনি বলেন, রাষ্ট্র, সমাজ এবং পারিবারিক পর্যায় থেকে নাগরিকদের জন্য বিশেষ করে তরুণদের জন্য বিনোদনের বিকল্প উৎস তৈরি করতে না পারায় তাঁরা এখন খেলা দেখাসংক্রান্ত বিষয়েই বুঁদ হয়ে থাকেন। এসব কারণেই বাগ্‌বিতণ্ডা থেকে মারামারি, এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে।তিন জেলায় তিন খুন
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্কবিতর্কের জেরে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গত শুক্রবার রাতে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর।

এর একটি হয়েছে ঢাকার অদূরে সাভার উপজেলায়, অন্যটি হয়েছে হবিগঞ্জের বাহুবলে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে সাভারের ডগরমোড়া এলাকার একটি চায়ের দোকানে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা দেখেতে যান হাসান মিয়া (২৬) নামের এক তরুণ। খেলা শেষে রাত ১২টার দিকে ম্যাচের ফলাফল নিয়ে ওই দোকানে থাকা কয়েকজন তরুণের সঙ্গে তর্কে জড়ান হাসান। বাগ্‌বিতণ্ডার মধ্যেই ওই তরুণেরা হাসানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

একই রাতে হবিগঞ্জের বাহুবলের আদিত্যপুর এলাকায় খেলা শেষে আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিল সমর্থক দুই কিশোরের মধ্যে ঝগড়া বাধে, যাতে জড়িয়ে পড়েন তাদের অভিভাবকেরা। এর জের ধরে পরদিন সকালে এক কিশোরের বাবাকে ধানখেতে বল্লম দিয়ে খুঁচিয়ে জখম করেন আরেক কিশোরের স্বজনেরা। শহীদ মিয়া নামের আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে ৬ ডিসেম্বর ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী গ্রামে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে মো. হৃদয় (২০) নামের এক তরুণ নিহত হন। ৩ ডিসেম্বর আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের আগে নুডলস খাওয়ার আয়োজন নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের দুটি পক্ষের সংঘর্ষ হয়। এর জের ধরে ৬ ডিসেম্বর রাতে আবার সংঘর্ষ বাধলে প্রতিপক্ষের হামলায় হৃদয় মারা যান।

সবচেয়ে বেশি মৃত্যু পতাকা টাঙাতে গিয়ে

বিশ্বকাপের মৌসুমে বাংলাদেশিরা তাঁদের প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে সবচেয়ে বেশি যে কাণ্ডটি করেন, তা হলো বাসাবাড়ি বা উঁচু গাছের মগডালে ওই সব দেশের পতাকা ওড়ানো। প্রতিবছরই পতাকা টাঙাতে গিয়ে দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনা ঘটে। এবারও দেশের সাতটি জেলায় পতাকা টাঙাতে গিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন মারা গেছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আর একজনের মৃত্যু হয়েছে ছাদ থেকে পড়ে।

মারা যাওয়া সাতজন হলেন কুষ্টিয়ার কুমারখালী, নওগাঁর ধামইরহাট, লক্ষ্মীপুরের রামগতি, টাঙ্গাইলের সখীপুর, খাগড়াছড়ি সদর, ময়মনসিংহের গফরগাঁও এবং কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা। তাঁরা সবাই বয়সে কিশোর ও তরুণ। এর মধ্যে চারজন ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ও তিনজন আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মারা গেছেন। এ ছাড়া পতাকা টাঙাতে গিয়ে ঢাকার কেরানীগঞ্জে দুই শিশুসহ হবিগঞ্জের বানিয়াচং ও ময়মনসিংহের গফরগাঁওয়ে চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছেন।

খেলার উত্তেজনায় অসুস্থ হয়ে মৃত্যু

সংঘর্ষ, দুর্ঘটনার বাইরেও খেলার উত্তেজনা, উচ্ছ্বাসে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ফরিদপুর ও নেত্রকোনা জেলার এই দুই ব্যক্তি আর্জেন্টিনার পাঁড় সমর্থক ছিলেন। তাঁদের একজন গ্রুপ পর্বে আর্জেন্টিনার সঙ্গে মেক্সিকো ম্যাচের পর এবং অন্যজন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর মারা যান। তাঁরা দুজনই খেলা দেখার সময় ‘হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে’ মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।