ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এটিএম আজহারুলের মুক্তির দাবিতে গণঅবস্থানের ডাক জামায়াতের চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩ বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে? যা বললেন ট্রাম্প অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল বাংলা ৫২ নিউজ ডটকম এর ৯ম বর্ষপূর্তি আজশনিবার সকাল দশটায় পিরোজপুর মঠবাড়িয়ায় উদযাপিত হয় কোনাবাড়িতে বিএনপি’র দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া: আতঙ্কে ওই এলাকার সাধারণ মানুষ ৩৬ বছর আগে হারিয়ে যাওয়া মায়ের সন্ধান পেল সাংবাদিক আশিকুর রহমান জামাল শ্রমিক কল্যান ফেডারেশন মোংলা পৌর শাখার উদ্যোগে মোংলা আইডিয়াল ক্যাডেট মাদ্রাসায় দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী সরকারের উৎখাতের কারণ উঠে এলো জাতিসংঘের প্রতিবেদনে পবিপ্রবি থেকে মুছে গেলো শেখ পরিবারের নাম

অনলাইনে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ 

দৈনিক সময়ের কন্ঠ ক্রাইম রিপোর্ট-
  • আপডেট টাইম : ০২:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / ৩৩৭ ৫০০০.০ বার পাঠক

দসূত্র তথ্য মতে জানান-অনলাইন প্রতারণা আজ নতুন নয় বাংলাদেশ,অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে অনেক কিছু হারিয়েছে,এমন উদাহরনও রয়েছে এদেশে,তারই ধারাবাহিকতায় বাংলাদেশের কুমিল্লা জেলার-কোতয়ালী থানাধীন-২নং উওর দুর্গাপুর ইউনিয়নের আওতাধীন-দিঘীরপাড় গ্রামের-নাম-মাইন উদ্দিন(২৮)(বিবাহিত),পিতা-মোঃ শাহ আলম,-উক্ত ব্যক্তির সাথে অনলাইনে পরিচয় হয়-নাম-আখিঁ আক্তার(৩২),পিতা আমজাদ হোসেন মাতা-কদ বানু,সাং-১ নং সাজিন্দা,ধুল্লা বাজার,৭ নং ওয়ার্ড,থানা-সিচগাইর,জেলা-মানিকগঞ্জ,বাংলাদেশ।

উক্ত নারীর সাথে অনলাইনে পরিচয় হওয়ার পর চলতে থাকে-

অনলাইনে প্রেম ভালোবাসা।অনলাইনে কিছুদিন প্রেম ভালোবাসা আদান-প্রদানের পর তাদের মাঝে দেখা করা প্রবণতা বৃদ্ধি পায়,দুজনের সিদ্ধান্তক্রমে তারিখ ঠিক করে দেখা করার জন্য।সে নির্দিষ্ট তারিখ-১১/১২/২০২২ইং-এ-দেখা করেন দুজন-ঢাকায়,দেখা করার পরবর্তী ঘটনা নিয়ে ভুক্তভোগী মাইন উদ্দিন দৈনিক সময়ের কন্ঠ অনুসন্ধান টিমকে জানান-ভাই,ঘটনার দিন আখিঁর সাথের কয়েকজন ব্যক্তি এসে আমাকে জোরপূর্বক আটক করে,মারধর করে,আখিঁর বাড়িতে নিয়ে ২ লক্ষ টাকা নিয়ে যায়-আমার কাছ থেকে, ও আখিঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে,পরবর্তীতে আমি সেখান থেকে পালিয়ে আসি।আমি পূর্বে দুই সন্তানের জনক,এখন বলেন-আমার পরিবারের কি অবস্থা?!।এরই জের ধরে-বিগত দিনে উক্ত বিষয়ে সালিশ দরবারের তারিখ নির্ধারণ হয়।

কিন্তু আঁখির পক্ষের গন-যথাক্রমে কয়েকবারই শালিশ দরবারে তারিখ উপেক্ষা করে,যার প্রেক্ষিতে-আমি বাদী হইয়া-ওসি কোতয়ালী মডেল থানা,কুমিল্লা, বরাবর অভিযোগ করি।উক্ত অভিযোগের ঘটনা তারিখ ও সময় ১ নং বিবাদীর(আখিঁ)

ব্যবহৃত বর্ণিত মোবাইল ফোন নাম্বার হইতে আমার ব্যবহৃত বর্ণিত মোবাইল ফোন নাম্বারে ফোন করিয়া বিবাদী শালিশ দরবার মানে না মর্মে জানায় এবং আমাকেও আমার প্রথম সংসারে স্ত্রী সন্তানকে গালমন্দ বলে।এবং ১ নং বিবাদী নিজে ও তাঁর সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীদের সহায়তায়-আমাকেও আমার প্রথম স্ত্রীকে সন্তানদের রাস্তাঘাটে একা নির্জনে সময় সুযোগ মতো পেলে মারপিট করিয়া খুন করিবে মর্মে হুমকি সহ ভয় ভীতি প্রদর্শন করে।উক্ত সব প্রতারক চক্র গ্রুপকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার অনুরোধ জানান-বর্তমান প্রেক্ষিতে-বাংলাদেশের সুশীল সমাজ-বাংলাদেশ পুলিশের প্রতি।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

অনলাইনে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ 

আপডেট টাইম : ০২:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

দসূত্র তথ্য মতে জানান-অনলাইন প্রতারণা আজ নতুন নয় বাংলাদেশ,অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে অনেক কিছু হারিয়েছে,এমন উদাহরনও রয়েছে এদেশে,তারই ধারাবাহিকতায় বাংলাদেশের কুমিল্লা জেলার-কোতয়ালী থানাধীন-২নং উওর দুর্গাপুর ইউনিয়নের আওতাধীন-দিঘীরপাড় গ্রামের-নাম-মাইন উদ্দিন(২৮)(বিবাহিত),পিতা-মোঃ শাহ আলম,-উক্ত ব্যক্তির সাথে অনলাইনে পরিচয় হয়-নাম-আখিঁ আক্তার(৩২),পিতা আমজাদ হোসেন মাতা-কদ বানু,সাং-১ নং সাজিন্দা,ধুল্লা বাজার,৭ নং ওয়ার্ড,থানা-সিচগাইর,জেলা-মানিকগঞ্জ,বাংলাদেশ।

উক্ত নারীর সাথে অনলাইনে পরিচয় হওয়ার পর চলতে থাকে-

অনলাইনে প্রেম ভালোবাসা।অনলাইনে কিছুদিন প্রেম ভালোবাসা আদান-প্রদানের পর তাদের মাঝে দেখা করা প্রবণতা বৃদ্ধি পায়,দুজনের সিদ্ধান্তক্রমে তারিখ ঠিক করে দেখা করার জন্য।সে নির্দিষ্ট তারিখ-১১/১২/২০২২ইং-এ-দেখা করেন দুজন-ঢাকায়,দেখা করার পরবর্তী ঘটনা নিয়ে ভুক্তভোগী মাইন উদ্দিন দৈনিক সময়ের কন্ঠ অনুসন্ধান টিমকে জানান-ভাই,ঘটনার দিন আখিঁর সাথের কয়েকজন ব্যক্তি এসে আমাকে জোরপূর্বক আটক করে,মারধর করে,আখিঁর বাড়িতে নিয়ে ২ লক্ষ টাকা নিয়ে যায়-আমার কাছ থেকে, ও আখিঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে,পরবর্তীতে আমি সেখান থেকে পালিয়ে আসি।আমি পূর্বে দুই সন্তানের জনক,এখন বলেন-আমার পরিবারের কি অবস্থা?!।এরই জের ধরে-বিগত দিনে উক্ত বিষয়ে সালিশ দরবারের তারিখ নির্ধারণ হয়।

কিন্তু আঁখির পক্ষের গন-যথাক্রমে কয়েকবারই শালিশ দরবারে তারিখ উপেক্ষা করে,যার প্রেক্ষিতে-আমি বাদী হইয়া-ওসি কোতয়ালী মডেল থানা,কুমিল্লা, বরাবর অভিযোগ করি।উক্ত অভিযোগের ঘটনা তারিখ ও সময় ১ নং বিবাদীর(আখিঁ)

ব্যবহৃত বর্ণিত মোবাইল ফোন নাম্বার হইতে আমার ব্যবহৃত বর্ণিত মোবাইল ফোন নাম্বারে ফোন করিয়া বিবাদী শালিশ দরবার মানে না মর্মে জানায় এবং আমাকেও আমার প্রথম সংসারে স্ত্রী সন্তানকে গালমন্দ বলে।এবং ১ নং বিবাদী নিজে ও তাঁর সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীদের সহায়তায়-আমাকেও আমার প্রথম স্ত্রীকে সন্তানদের রাস্তাঘাটে একা নির্জনে সময় সুযোগ মতো পেলে মারপিট করিয়া খুন করিবে মর্মে হুমকি সহ ভয় ভীতি প্রদর্শন করে।উক্ত সব প্রতারক চক্র গ্রুপকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার অনুরোধ জানান-বর্তমান প্রেক্ষিতে-বাংলাদেশের সুশীল সমাজ-বাংলাদেশ পুলিশের প্রতি।