ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
৫ আগস্টের পর সব রাজবন্দি মুক্তি পেলেন, আজহার পেলেন না এবার করা হলো শ্রমিকদের আইনি সুরক্ষা ও জাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবন রাজউক কর্তক অবৈধ নকশায় নির্মাণ করার প্রমাণিত হওয়ায় মালিককে চিঠি পর্ব ২ শ্রীপুরে ওসি’র ঘুষ লেনদেনের অডিও ভাইরাল গুলশানে র‍্যাবের ক্যাশিয়ার শাহ আলমের ইস্পায় গড়ে তুলেছে অপরাধের আখড়া। পর্ব ২ জানাযায় প্রধান উপদেষ্টার কাতার সফরে গুরুত্ব পাবে কতটুকু নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রী সমমান করার দাবিতে ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচি ঠাকুরগাঁওয়ে কবরের ওপর থেকে হাত পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইনে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ 

দৈনিক সময়ের কন্ঠ ক্রাইম রিপোর্ট-
  • আপডেট টাইম : ০২:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / ৩৬৯ ৫০০০.০ বার পাঠক

দসূত্র তথ্য মতে জানান-অনলাইন প্রতারণা আজ নতুন নয় বাংলাদেশ,অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে অনেক কিছু হারিয়েছে,এমন উদাহরনও রয়েছে এদেশে,তারই ধারাবাহিকতায় বাংলাদেশের কুমিল্লা জেলার-কোতয়ালী থানাধীন-২নং উওর দুর্গাপুর ইউনিয়নের আওতাধীন-দিঘীরপাড় গ্রামের-নাম-মাইন উদ্দিন(২৮)(বিবাহিত),পিতা-মোঃ শাহ আলম,-উক্ত ব্যক্তির সাথে অনলাইনে পরিচয় হয়-নাম-আখিঁ আক্তার(৩২),পিতা আমজাদ হোসেন মাতা-কদ বানু,সাং-১ নং সাজিন্দা,ধুল্লা বাজার,৭ নং ওয়ার্ড,থানা-সিচগাইর,জেলা-মানিকগঞ্জ,বাংলাদেশ।

উক্ত নারীর সাথে অনলাইনে পরিচয় হওয়ার পর চলতে থাকে-

অনলাইনে প্রেম ভালোবাসা।অনলাইনে কিছুদিন প্রেম ভালোবাসা আদান-প্রদানের পর তাদের মাঝে দেখা করা প্রবণতা বৃদ্ধি পায়,দুজনের সিদ্ধান্তক্রমে তারিখ ঠিক করে দেখা করার জন্য।সে নির্দিষ্ট তারিখ-১১/১২/২০২২ইং-এ-দেখা করেন দুজন-ঢাকায়,দেখা করার পরবর্তী ঘটনা নিয়ে ভুক্তভোগী মাইন উদ্দিন দৈনিক সময়ের কন্ঠ অনুসন্ধান টিমকে জানান-ভাই,ঘটনার দিন আখিঁর সাথের কয়েকজন ব্যক্তি এসে আমাকে জোরপূর্বক আটক করে,মারধর করে,আখিঁর বাড়িতে নিয়ে ২ লক্ষ টাকা নিয়ে যায়-আমার কাছ থেকে, ও আখিঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে,পরবর্তীতে আমি সেখান থেকে পালিয়ে আসি।আমি পূর্বে দুই সন্তানের জনক,এখন বলেন-আমার পরিবারের কি অবস্থা?!।এরই জের ধরে-বিগত দিনে উক্ত বিষয়ে সালিশ দরবারের তারিখ নির্ধারণ হয়।

কিন্তু আঁখির পক্ষের গন-যথাক্রমে কয়েকবারই শালিশ দরবারে তারিখ উপেক্ষা করে,যার প্রেক্ষিতে-আমি বাদী হইয়া-ওসি কোতয়ালী মডেল থানা,কুমিল্লা, বরাবর অভিযোগ করি।উক্ত অভিযোগের ঘটনা তারিখ ও সময় ১ নং বিবাদীর(আখিঁ)

ব্যবহৃত বর্ণিত মোবাইল ফোন নাম্বার হইতে আমার ব্যবহৃত বর্ণিত মোবাইল ফোন নাম্বারে ফোন করিয়া বিবাদী শালিশ দরবার মানে না মর্মে জানায় এবং আমাকেও আমার প্রথম সংসারে স্ত্রী সন্তানকে গালমন্দ বলে।এবং ১ নং বিবাদী নিজে ও তাঁর সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীদের সহায়তায়-আমাকেও আমার প্রথম স্ত্রীকে সন্তানদের রাস্তাঘাটে একা নির্জনে সময় সুযোগ মতো পেলে মারপিট করিয়া খুন করিবে মর্মে হুমকি সহ ভয় ভীতি প্রদর্শন করে।উক্ত সব প্রতারক চক্র গ্রুপকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার অনুরোধ জানান-বর্তমান প্রেক্ষিতে-বাংলাদেশের সুশীল সমাজ-বাংলাদেশ পুলিশের প্রতি।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

অনলাইনে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ 

আপডেট টাইম : ০২:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

দসূত্র তথ্য মতে জানান-অনলাইন প্রতারণা আজ নতুন নয় বাংলাদেশ,অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে অনেক কিছু হারিয়েছে,এমন উদাহরনও রয়েছে এদেশে,তারই ধারাবাহিকতায় বাংলাদেশের কুমিল্লা জেলার-কোতয়ালী থানাধীন-২নং উওর দুর্গাপুর ইউনিয়নের আওতাধীন-দিঘীরপাড় গ্রামের-নাম-মাইন উদ্দিন(২৮)(বিবাহিত),পিতা-মোঃ শাহ আলম,-উক্ত ব্যক্তির সাথে অনলাইনে পরিচয় হয়-নাম-আখিঁ আক্তার(৩২),পিতা আমজাদ হোসেন মাতা-কদ বানু,সাং-১ নং সাজিন্দা,ধুল্লা বাজার,৭ নং ওয়ার্ড,থানা-সিচগাইর,জেলা-মানিকগঞ্জ,বাংলাদেশ।

উক্ত নারীর সাথে অনলাইনে পরিচয় হওয়ার পর চলতে থাকে-

অনলাইনে প্রেম ভালোবাসা।অনলাইনে কিছুদিন প্রেম ভালোবাসা আদান-প্রদানের পর তাদের মাঝে দেখা করা প্রবণতা বৃদ্ধি পায়,দুজনের সিদ্ধান্তক্রমে তারিখ ঠিক করে দেখা করার জন্য।সে নির্দিষ্ট তারিখ-১১/১২/২০২২ইং-এ-দেখা করেন দুজন-ঢাকায়,দেখা করার পরবর্তী ঘটনা নিয়ে ভুক্তভোগী মাইন উদ্দিন দৈনিক সময়ের কন্ঠ অনুসন্ধান টিমকে জানান-ভাই,ঘটনার দিন আখিঁর সাথের কয়েকজন ব্যক্তি এসে আমাকে জোরপূর্বক আটক করে,মারধর করে,আখিঁর বাড়িতে নিয়ে ২ লক্ষ টাকা নিয়ে যায়-আমার কাছ থেকে, ও আখিঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে,পরবর্তীতে আমি সেখান থেকে পালিয়ে আসি।আমি পূর্বে দুই সন্তানের জনক,এখন বলেন-আমার পরিবারের কি অবস্থা?!।এরই জের ধরে-বিগত দিনে উক্ত বিষয়ে সালিশ দরবারের তারিখ নির্ধারণ হয়।

কিন্তু আঁখির পক্ষের গন-যথাক্রমে কয়েকবারই শালিশ দরবারে তারিখ উপেক্ষা করে,যার প্রেক্ষিতে-আমি বাদী হইয়া-ওসি কোতয়ালী মডেল থানা,কুমিল্লা, বরাবর অভিযোগ করি।উক্ত অভিযোগের ঘটনা তারিখ ও সময় ১ নং বিবাদীর(আখিঁ)

ব্যবহৃত বর্ণিত মোবাইল ফোন নাম্বার হইতে আমার ব্যবহৃত বর্ণিত মোবাইল ফোন নাম্বারে ফোন করিয়া বিবাদী শালিশ দরবার মানে না মর্মে জানায় এবং আমাকেও আমার প্রথম সংসারে স্ত্রী সন্তানকে গালমন্দ বলে।এবং ১ নং বিবাদী নিজে ও তাঁর সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীদের সহায়তায়-আমাকেও আমার প্রথম স্ত্রীকে সন্তানদের রাস্তাঘাটে একা নির্জনে সময় সুযোগ মতো পেলে মারপিট করিয়া খুন করিবে মর্মে হুমকি সহ ভয় ভীতি প্রদর্শন করে।উক্ত সব প্রতারক চক্র গ্রুপকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার অনুরোধ জানান-বর্তমান প্রেক্ষিতে-বাংলাদেশের সুশীল সমাজ-বাংলাদেশ পুলিশের প্রতি।