হোমনায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে পাচঁজন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা প্রদান

- আপডেট টাইম : ০২:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
- / ১৭৮ ১৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে পাচঁজন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
সংবর্ধনা প্রাপ্তরা হলেন-শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য- জান্নাতুল ফারহানা হক সুইটি ,অর্থনৈতিক সাফল্যে -শিউলি আক্তার, সফল জননী- মমতাজ বেগম,নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেছেন- মুন্নি বেগম,সমাজ উন্নয়নে- শিউলি আক্তার ।
শুক্রবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুম পারভীন লুনার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম,সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কামাল উদ্দিন আহমেদ, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম , ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা ও সহকারী শিক্ষা অফিসার কবির হোসেন প্রমুখ । পরে
জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।