ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ভৈরবে সুইচ গিয়ার এক ছিনতাইকারী কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ – শুভানন্দ অডিটোরিয়াম অনুষ্ঠিত ২০২৫ সাজেকে আগুন ছড়িয়ে পড়েছে একাধিক কটেজ ও রেস্টুরেন্টে রমজানে সরকারি অফিসের সময়সূচি ঘোষণা মুসলিম ‘গণহত্যা’র জন্য ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার এবার বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত ছাত্রীনিবাস থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয় সংঘর্ষ। আহত অর্ধ শতাধিক টঙ্গীতে ডেভিল হান্ট এর অভিযানে আ.লীগের নেত্রী ও তার পাঁচ সহযোগীকে ১৭৫১ পিস ফেনসিডিলসহ গ্রেফতার

চট্রগ্রাম হাটহাজারীর দস্তারবন্দী সম্মেলনে পাগড়ি পরানো হবে আড়াই হাজার তরুণ আলেমদের

মোঃ শহিদুল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান চট্রগ্রামঃ
  • আপডেট টাইম : ১১:৫২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • / ১৯১ ৫০০০.০ বার পাঠক

আজ রোজ শুক্রবার (৯ ডিসেম্বর) ‍দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত হবে।

আগামী কাল শুক্রবার দিনব্যাপী মাহফিলে দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখগণ ইসলামের আলোকে সঠিক উপায়ে ইবাদত-বন্দেগীর উপর দিক-নির্দেশনামূলক বয়ানের পাশাপাশি নৈতিক, আদর্শিক, সামাজিক ও মানবিক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

বাদ জুমা জামিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া সভাপতির বক্তব্য রাখবেন। এ সময় তিনি দারুল উলূম হাটহাজারী বহুমুখী দ্বীনি কার্যক্রমের উপরও আলোকপাত করবেন।
বার্ষিক মাহফিল উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলনে গত ১৪৪২-৪৩ হিজরী শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ প্রায় আড়াই হাজার আলেমকে সম্মানসূচক পাগড়ি পরানো হবে।

জামিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (দা.বা.), শায়খুল হাদীস ও সদরুল মুদাররেসীন আল্লামা শেখ আহমদ (দা.বা.), সহযোগী পরিচালক ও মুহাদ্দিস আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা.বা.), শায়েখে সানী আল্লামা হাফেজ মুহাম্মদ শোয়াইব জামিরী (দা.বা.), শিক্ষাসচিব ও মুহাদ্দিস মাওলানা কবীর আহমদ (দা.বা.)সহ জামিয়ার সকল মুহাদ্দিসগণের হাতের ছোঁয়া ও দোয়া নিয়ে ফারেগীনদেরকে পাগড়ি পরানো হবে।

এ বিষয়ে জামিয়ার শিক্ষাসচিব মাওলানা কবীর আহমদ (দা.বা.) জানান, পাগড়ি প্রদানে শৃঙ্খলা বজায় রাখতে ৮ ডিসেম্বর বৃহস্পতিকার সকাল ৯-১২টা এবং আছরের পর থেকে ইশা পর্যন্ত এবং পরদিন ৯ তারিখ শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা এবং আছরের পর থেকে ইশা পর্যন্ত জামিয়ার দফতরে তালিমাতে গত বছরের ফারেগীন আলেমদেরকে যাছাই সাপেক্ষে টোকেন দেওয়া হবে।

তিনি আরো জানান, বৃহস্পতিবার টোকেনধারী গত বছরের ফারেগীন আলেমগণকে প্রথম দফায় বৃহস্পতিবার বাদ ইশা মাহফিলের স্টেজ থেকে পাগড়ি পরানো হবে। মাহফিলের দিন বাদ ইশা দ্বিতীয় দফায় গত বছরের বাকী সকল ফারেগীন আলেমকে পাগড়ি পরানো হবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চট্রগ্রাম হাটহাজারীর দস্তারবন্দী সম্মেলনে পাগড়ি পরানো হবে আড়াই হাজার তরুণ আলেমদের

আপডেট টাইম : ১১:৫২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২

আজ রোজ শুক্রবার (৯ ডিসেম্বর) ‍দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত হবে।

আগামী কাল শুক্রবার দিনব্যাপী মাহফিলে দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখগণ ইসলামের আলোকে সঠিক উপায়ে ইবাদত-বন্দেগীর উপর দিক-নির্দেশনামূলক বয়ানের পাশাপাশি নৈতিক, আদর্শিক, সামাজিক ও মানবিক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

বাদ জুমা জামিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া সভাপতির বক্তব্য রাখবেন। এ সময় তিনি দারুল উলূম হাটহাজারী বহুমুখী দ্বীনি কার্যক্রমের উপরও আলোকপাত করবেন।
বার্ষিক মাহফিল উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলনে গত ১৪৪২-৪৩ হিজরী শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ প্রায় আড়াই হাজার আলেমকে সম্মানসূচক পাগড়ি পরানো হবে।

জামিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (দা.বা.), শায়খুল হাদীস ও সদরুল মুদাররেসীন আল্লামা শেখ আহমদ (দা.বা.), সহযোগী পরিচালক ও মুহাদ্দিস আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা.বা.), শায়েখে সানী আল্লামা হাফেজ মুহাম্মদ শোয়াইব জামিরী (দা.বা.), শিক্ষাসচিব ও মুহাদ্দিস মাওলানা কবীর আহমদ (দা.বা.)সহ জামিয়ার সকল মুহাদ্দিসগণের হাতের ছোঁয়া ও দোয়া নিয়ে ফারেগীনদেরকে পাগড়ি পরানো হবে।

এ বিষয়ে জামিয়ার শিক্ষাসচিব মাওলানা কবীর আহমদ (দা.বা.) জানান, পাগড়ি প্রদানে শৃঙ্খলা বজায় রাখতে ৮ ডিসেম্বর বৃহস্পতিকার সকাল ৯-১২টা এবং আছরের পর থেকে ইশা পর্যন্ত এবং পরদিন ৯ তারিখ শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা এবং আছরের পর থেকে ইশা পর্যন্ত জামিয়ার দফতরে তালিমাতে গত বছরের ফারেগীন আলেমদেরকে যাছাই সাপেক্ষে টোকেন দেওয়া হবে।

তিনি আরো জানান, বৃহস্পতিবার টোকেনধারী গত বছরের ফারেগীন আলেমগণকে প্রথম দফায় বৃহস্পতিবার বাদ ইশা মাহফিলের স্টেজ থেকে পাগড়ি পরানো হবে। মাহফিলের দিন বাদ ইশা দ্বিতীয় দফায় গত বছরের বাকী সকল ফারেগীন আলেমকে পাগড়ি পরানো হবে।