পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান’র সাথে সিলেট চেম্বারের প্রেসিডিয়াম সদস্যদের সাক্ষাৎ
- আপডেট টাইম : ০১:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ১৬২ ৫০০০.০ বার পাঠক
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সাথে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডিয়াম সদস্যবৃন্দ সাক্ষাৎ করেন।
সিলেটের অর্থনৈতিক উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনার লক্ষ্যে বৃহস্পতিবার তাদের নিজ নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সিলেটের আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা, পরিবেশ রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ে আগামী ৩০ ডিসেম্বর মাননীয় মন্ত্রীবর্গের উপস্থিতিতে সিলেটে বৃহৎ পরিসরে একটি গোলটেবিল বৈঠক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অফ এডুকেশন, স্কিল্স এন্ড এমপ্লয়মেন্ট এর সিনিয়র পলিসি অফিসার এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের সাবেক পরিচালক মো. এমদাদ হোসেন, সাবেক মহাপরিচালক মো. রফিকুল ইসলাম বাদল প্রমুখ।