পাথরঘাটায় জমিজমার সংক্রান্ত দ্বন্দ্বে ভাই ও চাচাতো ভাইদের রামদার কোপে নিহত এক থানায় মামলা গ্রেফতার এক
- আপডেট টাইম : ০৯:৪৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- / ১৪৫ ৫০০০.০ বার পাঠক
গত ২৩ শে সেপ্টেম্বর পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া হাওলাদার বাড়ির জালাল তার পৈতৃক সম্পত্তি উপর ঘর তুলতে গেলে তারই আপন ভাই হালিম ও চাচাতো ভাই জিয়া ও শহিদুল ইসলাম ২০ থেকে ২৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা এলোপাতারি কুপিয়ে জালাল ও তার ছেলে রাশেদ এবং রিমন কে মেরে আহত করে।
এক পর্যায়ে জালালের মাথায় রামদার কোপ লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়লে এমত অবস্থায় লাঠি দ্বারা তার পায়ে আঘাত করে একটি পা ভেঙ্গে ফেলে।
পরবর্তীতে জালালের স্ত্রী বাধা প্রদান করলে তাকে গাছের সাথে বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় তাদের সবাইকে এলোপাতাড়ি মারধর করে।
এতে জালাল সহ তার পরিবারের সবাই আহত হলে তাৎক্ষণিক তারা পাথরঘাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হন, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের সকলের অবস্থা গুরুতরও দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন সেখান থেকে জালালের দুই ছেলে রাশেদ ও রিমন ও তার স্ত্রী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে আসলেও তখন জালালের অবস্থা ছিল গুরুতর, তিনি দীর্ঘ দুই মাস মাথা ও পায়ের আঘাত নিয়ে চিকিৎসাধীন থাকার পরে অর্থের অভাবে চিকিৎসা না চালাতে পেরে গত সপ্তাহখানেক পূর্বে বাড়িতে এলে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৩শে নভেম্বর বেলা এগারোটার দিকে মারা যান।
ওইদিনই মৃত্যু দেহ পিরোজপুর মর্গে প্রেরণ করা হলে ২৪ শে নভেম্বর জালালের নিজ বাড়ি পূর্ব লেমুয়া লাশ দাফন কাফন করতে চাইলে তাতেও হালিমের স্ত্রী ও চাচাতো ভাই আল আমিন এবং শহিদুল সহ তার আত্মীয়-স্বজন দাফন করতে বাধা দেন, পরবর্তীতে স্থানীয় লোকজনের অনুরোধে সেখানে দাফনের ব্যবস্থা করা হয়। জালা।