ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
সখিপুরে ব্যবসায়াী আঃ সালামকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ৩৮ লাখ টাকা নিয়ে হজ্ব কাফেলা এজেন্সির পরিচালক জাকারিয়া উধাও জেলে পল্লীর নীরব কান্না , দুশ্চিন্তাই এখন নিত্যদিনের সঙ্গী! বাঁচতে চায় জামিলা সকলের নিকট মানবিক সাহায্যের আবেদন মধ্যরাতে রাবি ক্যাম্পাসে বহিরাগত শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু এখনো ঊর্ধ্বমুখী তেল-চালের দাম, অস্থির মসলার বাজার ট্রাম্প ২.০: বাংলাদেশ ইস্যুতে ভারতের ‘নাক গলানো’ কী কমবে? ভৈরবে ট্রেন থেকে ছিনতাইকারী তিন নারী গ্রেপ্তার গাজীপুরের শ্রীপুরে বিপ্লব হত্যা মামলার আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অসহায় পুলিশ প্রশাসন জেনেও নীরব স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবেনা ।।ঠাকুরগাঁওয়ে শামসুজ্জামান দুদু

ওয়াজ মাহফিল ইসলাম প্রচারের চমৎকার এক মাধ্যম: মাওলানা আব্দুল কাইয়ূম সাহেব

বাঞ্ছারামপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : ০৫:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / ২১৭ ৫০০০.০ বার পাঠক

মাওলানা আব্দুল কাইয়ূম সাহেব( বাঞ্ছারামপুর  বাঁশ গাড়ি গ্রাম   অত্র মাদ্রসার অধ্যক্ষ) বলেন আমাদের দেশের অধিকাংশ মানুষ ধর্ম প্রাণ। তারা ইসলামকে ভালবাসে। কুরআন, হাদীস ভালবাসে। কুরআনের কথা, হাদীসের কথা তারা শুনতে চায়। এ কারণে দেখা যায়, কোথাও ওয়াজ মাহফিলের প্রচার হলে, লোকে-লোকারণ্য। মানুষের উপচে পড়া ভীড়। কোন হৈ- হুল্লোড় থাকেনা সেখানে। একদম নিরব-নিস্তদ্ধ হয়ে মানুষ বয়ান শোনে।

মানুষ কুরআন-হাদীসের কথা শোনার জন্য সব থেকে বেশি পাগল। আর সেটা হতে হবে কোন আলেমের মুখ থেকে। কোন আলেম যদি বক্তৃতা করেন, মানুষ মনযোগ দিয়ে সেটা শোনে। ভক্তি সহকারে আলেমদের ওয়াজ তারা হদয়ঙ্গম করে নেয়। কেননা, আলেমগণই কুরআন-হাদীসে পারদর্শি। তারা সব থেকে বেশি কুরআন-হাদীস জানে। কুরআনের অর্থ, কুরআনের তাফসীর-ব্যাখ্যা আলেমরাই ভাল বলতে পারেন।
যুগ যুগ ধরে জাতির রাহবার ওলামায়ে কেরাম উম্মতের হিদায়াতের লক্ষে দ্বীনের অন্যান্য খিদমতের পাশাপাশি একনিষ্ঠতার সাথে ওয়াজ মাহফিলের কাজ চালিয়ে গেছেন। খেয়ে না খেয়ে, দেশ দেশান্তরে সফর করে দ্বীন প্রচার করেছেন ওলামায়ে কেরামগণ। তথ্যনির্ভর ইখলাস ও নিষ্ঠাপূর্ণ নসিহতের মাধ্যমে কুরআন-হাদীসের কথাগুলো পৌঁছে দিয়েছেন মানুষের দুয়ারে দুয়ারে। বর্তমান জামানায় দাওয়াতি কার্যক্রম (ওয়াজ মাহফিল) বহুগুণে বেড়েছে। মাদরাসা ও মসজিদের পাশাপাশি বিভিন্ন সংগঠন কর্তৃক অনুষ্ঠিত হচ্ছে সভা-সম্মেলন। এগুলো খুব মহৎ উদ্যোগ। যারা এগুলোর আয়োজন করেছেন আল্লাহর দরবারে সহীহ নিয়তের কারণে অবশ্যই এর প্রতিদান পাবেন, পুণ্যের অধিকারী হবেন।
সভাপতি : হুমায়ূন কবির, বাঁশগাড়ি বড়বাড়ি, সাবেক চেয়ারম্যান আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ।
সহ- সভাপতি : বাদল মিয়া, বাঁশগাড়ি, রেকাতুল্লাহ ব্যাপারি বাড়ি।
প্রধান অথিতি:
ড. ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) এমপি
সভাপতি, দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থীয় কমিটি
বিশেষ অতিথি:
জনাব মো.সিরাজুল ইসলাম, (সাবেক যুগ্ম-সচিব) ও সভাপতি বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ চেয়ারম্যান, উপজেলা পরিষদ,বাঞ্ছারামপুর।
জনাব জাহাঙ্গীর আলম, বাঁশগাড়ি মাস্টার-বাড়ি, সাবেক চেয়ারম্যান আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ, জনাব মো: রফিকুল ইসলাম,
জনাব ডা: মো: মোছাদ্দেক আহমেদ (ইকবাল), জনাব ডা: আব্দুল্লাহ রফিক,জনাব ইঞ্জি: রাসেল মিয়া, প্রমুখ।
সকল আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমিন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ওয়াজ মাহফিল ইসলাম প্রচারের চমৎকার এক মাধ্যম: মাওলানা আব্দুল কাইয়ূম সাহেব

আপডেট টাইম : ০৫:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২

মাওলানা আব্দুল কাইয়ূম সাহেব( বাঞ্ছারামপুর  বাঁশ গাড়ি গ্রাম   অত্র মাদ্রসার অধ্যক্ষ) বলেন আমাদের দেশের অধিকাংশ মানুষ ধর্ম প্রাণ। তারা ইসলামকে ভালবাসে। কুরআন, হাদীস ভালবাসে। কুরআনের কথা, হাদীসের কথা তারা শুনতে চায়। এ কারণে দেখা যায়, কোথাও ওয়াজ মাহফিলের প্রচার হলে, লোকে-লোকারণ্য। মানুষের উপচে পড়া ভীড়। কোন হৈ- হুল্লোড় থাকেনা সেখানে। একদম নিরব-নিস্তদ্ধ হয়ে মানুষ বয়ান শোনে।

মানুষ কুরআন-হাদীসের কথা শোনার জন্য সব থেকে বেশি পাগল। আর সেটা হতে হবে কোন আলেমের মুখ থেকে। কোন আলেম যদি বক্তৃতা করেন, মানুষ মনযোগ দিয়ে সেটা শোনে। ভক্তি সহকারে আলেমদের ওয়াজ তারা হদয়ঙ্গম করে নেয়। কেননা, আলেমগণই কুরআন-হাদীসে পারদর্শি। তারা সব থেকে বেশি কুরআন-হাদীস জানে। কুরআনের অর্থ, কুরআনের তাফসীর-ব্যাখ্যা আলেমরাই ভাল বলতে পারেন।
যুগ যুগ ধরে জাতির রাহবার ওলামায়ে কেরাম উম্মতের হিদায়াতের লক্ষে দ্বীনের অন্যান্য খিদমতের পাশাপাশি একনিষ্ঠতার সাথে ওয়াজ মাহফিলের কাজ চালিয়ে গেছেন। খেয়ে না খেয়ে, দেশ দেশান্তরে সফর করে দ্বীন প্রচার করেছেন ওলামায়ে কেরামগণ। তথ্যনির্ভর ইখলাস ও নিষ্ঠাপূর্ণ নসিহতের মাধ্যমে কুরআন-হাদীসের কথাগুলো পৌঁছে দিয়েছেন মানুষের দুয়ারে দুয়ারে। বর্তমান জামানায় দাওয়াতি কার্যক্রম (ওয়াজ মাহফিল) বহুগুণে বেড়েছে। মাদরাসা ও মসজিদের পাশাপাশি বিভিন্ন সংগঠন কর্তৃক অনুষ্ঠিত হচ্ছে সভা-সম্মেলন। এগুলো খুব মহৎ উদ্যোগ। যারা এগুলোর আয়োজন করেছেন আল্লাহর দরবারে সহীহ নিয়তের কারণে অবশ্যই এর প্রতিদান পাবেন, পুণ্যের অধিকারী হবেন।
সভাপতি : হুমায়ূন কবির, বাঁশগাড়ি বড়বাড়ি, সাবেক চেয়ারম্যান আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ।
সহ- সভাপতি : বাদল মিয়া, বাঁশগাড়ি, রেকাতুল্লাহ ব্যাপারি বাড়ি।
প্রধান অথিতি:
ড. ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) এমপি
সভাপতি, দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থীয় কমিটি
বিশেষ অতিথি:
জনাব মো.সিরাজুল ইসলাম, (সাবেক যুগ্ম-সচিব) ও সভাপতি বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ চেয়ারম্যান, উপজেলা পরিষদ,বাঞ্ছারামপুর।
জনাব জাহাঙ্গীর আলম, বাঁশগাড়ি মাস্টার-বাড়ি, সাবেক চেয়ারম্যান আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ, জনাব মো: রফিকুল ইসলাম,
জনাব ডা: মো: মোছাদ্দেক আহমেদ (ইকবাল), জনাব ডা: আব্দুল্লাহ রফিক,জনাব ইঞ্জি: রাসেল মিয়া, প্রমুখ।
সকল আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমিন।