ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ভৈরবে সুইচ গিয়ার এক ছিনতাইকারী কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ – শুভানন্দ অডিটোরিয়াম অনুষ্ঠিত ২০২৫ সাজেকে আগুন ছড়িয়ে পড়েছে একাধিক কটেজ ও রেস্টুরেন্টে রমজানে সরকারি অফিসের সময়সূচি ঘোষণা মুসলিম ‘গণহত্যা’র জন্য ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার এবার বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত ছাত্রীনিবাস থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয় সংঘর্ষ। আহত অর্ধ শতাধিক টঙ্গীতে ডেভিল হান্ট এর অভিযানে আ.লীগের নেত্রী ও তার পাঁচ সহযোগীকে ১৭৫১ পিস ফেনসিডিলসহ গ্রেফতার

ওয়াজ মাহফিল ইসলাম প্রচারের চমৎকার এক মাধ্যম: মাওলানা আব্দুল কাইয়ূম সাহেব

বাঞ্ছারামপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : ০৫:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / ২২৮ ৫০০০.০ বার পাঠক

মাওলানা আব্দুল কাইয়ূম সাহেব( বাঞ্ছারামপুর  বাঁশ গাড়ি গ্রাম   অত্র মাদ্রসার অধ্যক্ষ) বলেন আমাদের দেশের অধিকাংশ মানুষ ধর্ম প্রাণ। তারা ইসলামকে ভালবাসে। কুরআন, হাদীস ভালবাসে। কুরআনের কথা, হাদীসের কথা তারা শুনতে চায়। এ কারণে দেখা যায়, কোথাও ওয়াজ মাহফিলের প্রচার হলে, লোকে-লোকারণ্য। মানুষের উপচে পড়া ভীড়। কোন হৈ- হুল্লোড় থাকেনা সেখানে। একদম নিরব-নিস্তদ্ধ হয়ে মানুষ বয়ান শোনে।

মানুষ কুরআন-হাদীসের কথা শোনার জন্য সব থেকে বেশি পাগল। আর সেটা হতে হবে কোন আলেমের মুখ থেকে। কোন আলেম যদি বক্তৃতা করেন, মানুষ মনযোগ দিয়ে সেটা শোনে। ভক্তি সহকারে আলেমদের ওয়াজ তারা হদয়ঙ্গম করে নেয়। কেননা, আলেমগণই কুরআন-হাদীসে পারদর্শি। তারা সব থেকে বেশি কুরআন-হাদীস জানে। কুরআনের অর্থ, কুরআনের তাফসীর-ব্যাখ্যা আলেমরাই ভাল বলতে পারেন।
যুগ যুগ ধরে জাতির রাহবার ওলামায়ে কেরাম উম্মতের হিদায়াতের লক্ষে দ্বীনের অন্যান্য খিদমতের পাশাপাশি একনিষ্ঠতার সাথে ওয়াজ মাহফিলের কাজ চালিয়ে গেছেন। খেয়ে না খেয়ে, দেশ দেশান্তরে সফর করে দ্বীন প্রচার করেছেন ওলামায়ে কেরামগণ। তথ্যনির্ভর ইখলাস ও নিষ্ঠাপূর্ণ নসিহতের মাধ্যমে কুরআন-হাদীসের কথাগুলো পৌঁছে দিয়েছেন মানুষের দুয়ারে দুয়ারে। বর্তমান জামানায় দাওয়াতি কার্যক্রম (ওয়াজ মাহফিল) বহুগুণে বেড়েছে। মাদরাসা ও মসজিদের পাশাপাশি বিভিন্ন সংগঠন কর্তৃক অনুষ্ঠিত হচ্ছে সভা-সম্মেলন। এগুলো খুব মহৎ উদ্যোগ। যারা এগুলোর আয়োজন করেছেন আল্লাহর দরবারে সহীহ নিয়তের কারণে অবশ্যই এর প্রতিদান পাবেন, পুণ্যের অধিকারী হবেন।
সভাপতি : হুমায়ূন কবির, বাঁশগাড়ি বড়বাড়ি, সাবেক চেয়ারম্যান আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ।
সহ- সভাপতি : বাদল মিয়া, বাঁশগাড়ি, রেকাতুল্লাহ ব্যাপারি বাড়ি।
প্রধান অথিতি:
ড. ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) এমপি
সভাপতি, দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থীয় কমিটি
বিশেষ অতিথি:
জনাব মো.সিরাজুল ইসলাম, (সাবেক যুগ্ম-সচিব) ও সভাপতি বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ চেয়ারম্যান, উপজেলা পরিষদ,বাঞ্ছারামপুর।
জনাব জাহাঙ্গীর আলম, বাঁশগাড়ি মাস্টার-বাড়ি, সাবেক চেয়ারম্যান আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ, জনাব মো: রফিকুল ইসলাম,
জনাব ডা: মো: মোছাদ্দেক আহমেদ (ইকবাল), জনাব ডা: আব্দুল্লাহ রফিক,জনাব ইঞ্জি: রাসেল মিয়া, প্রমুখ।
সকল আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমিন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ওয়াজ মাহফিল ইসলাম প্রচারের চমৎকার এক মাধ্যম: মাওলানা আব্দুল কাইয়ূম সাহেব

আপডেট টাইম : ০৫:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২

মাওলানা আব্দুল কাইয়ূম সাহেব( বাঞ্ছারামপুর  বাঁশ গাড়ি গ্রাম   অত্র মাদ্রসার অধ্যক্ষ) বলেন আমাদের দেশের অধিকাংশ মানুষ ধর্ম প্রাণ। তারা ইসলামকে ভালবাসে। কুরআন, হাদীস ভালবাসে। কুরআনের কথা, হাদীসের কথা তারা শুনতে চায়। এ কারণে দেখা যায়, কোথাও ওয়াজ মাহফিলের প্রচার হলে, লোকে-লোকারণ্য। মানুষের উপচে পড়া ভীড়। কোন হৈ- হুল্লোড় থাকেনা সেখানে। একদম নিরব-নিস্তদ্ধ হয়ে মানুষ বয়ান শোনে।

মানুষ কুরআন-হাদীসের কথা শোনার জন্য সব থেকে বেশি পাগল। আর সেটা হতে হবে কোন আলেমের মুখ থেকে। কোন আলেম যদি বক্তৃতা করেন, মানুষ মনযোগ দিয়ে সেটা শোনে। ভক্তি সহকারে আলেমদের ওয়াজ তারা হদয়ঙ্গম করে নেয়। কেননা, আলেমগণই কুরআন-হাদীসে পারদর্শি। তারা সব থেকে বেশি কুরআন-হাদীস জানে। কুরআনের অর্থ, কুরআনের তাফসীর-ব্যাখ্যা আলেমরাই ভাল বলতে পারেন।
যুগ যুগ ধরে জাতির রাহবার ওলামায়ে কেরাম উম্মতের হিদায়াতের লক্ষে দ্বীনের অন্যান্য খিদমতের পাশাপাশি একনিষ্ঠতার সাথে ওয়াজ মাহফিলের কাজ চালিয়ে গেছেন। খেয়ে না খেয়ে, দেশ দেশান্তরে সফর করে দ্বীন প্রচার করেছেন ওলামায়ে কেরামগণ। তথ্যনির্ভর ইখলাস ও নিষ্ঠাপূর্ণ নসিহতের মাধ্যমে কুরআন-হাদীসের কথাগুলো পৌঁছে দিয়েছেন মানুষের দুয়ারে দুয়ারে। বর্তমান জামানায় দাওয়াতি কার্যক্রম (ওয়াজ মাহফিল) বহুগুণে বেড়েছে। মাদরাসা ও মসজিদের পাশাপাশি বিভিন্ন সংগঠন কর্তৃক অনুষ্ঠিত হচ্ছে সভা-সম্মেলন। এগুলো খুব মহৎ উদ্যোগ। যারা এগুলোর আয়োজন করেছেন আল্লাহর দরবারে সহীহ নিয়তের কারণে অবশ্যই এর প্রতিদান পাবেন, পুণ্যের অধিকারী হবেন।
সভাপতি : হুমায়ূন কবির, বাঁশগাড়ি বড়বাড়ি, সাবেক চেয়ারম্যান আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ।
সহ- সভাপতি : বাদল মিয়া, বাঁশগাড়ি, রেকাতুল্লাহ ব্যাপারি বাড়ি।
প্রধান অথিতি:
ড. ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) এমপি
সভাপতি, দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থীয় কমিটি
বিশেষ অতিথি:
জনাব মো.সিরাজুল ইসলাম, (সাবেক যুগ্ম-সচিব) ও সভাপতি বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ চেয়ারম্যান, উপজেলা পরিষদ,বাঞ্ছারামপুর।
জনাব জাহাঙ্গীর আলম, বাঁশগাড়ি মাস্টার-বাড়ি, সাবেক চেয়ারম্যান আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ, জনাব মো: রফিকুল ইসলাম,
জনাব ডা: মো: মোছাদ্দেক আহমেদ (ইকবাল), জনাব ডা: আব্দুল্লাহ রফিক,জনাব ইঞ্জি: রাসেল মিয়া, প্রমুখ।
সকল আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমিন।