লক্ষ্মীপুরে ছাত্রদলের সভাপতি সম্পাদক সহ ১৫১ নেতা কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
- আপডেট টাইম : ০৯:৪৫:৪৬ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ২৩৮ ৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে ইটপাটকেল ছুঁড়ে মারার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ১৫১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুজ্জামান মামলাটি দায়ের করেন। এতে ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়।
অন্যরা হলেন সাবেক ছাত্রদল নেতা জুয়েল আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম রাজন, আবদুল আজিজ মিশু, পৌর ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক হাছিবুর রহমান অভি, যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন রনি, ছাত্রদল নেতা বায়েজীত ভূঁইয়া, কাউছার আহমেদ ও রানা।
এজাহার সূত্র জানায়, অভিযুক্তরা শহরের পুরাতন আদালত সড়কে জড়ো হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে জনমণে আতংক তৈরি ও বাজারে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। এসময় তাদের কোন কর্মসূচি থাকলে সেখান থেকে যাওয়ার জন্য বলে পুলিশ। মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্যও তাদের অনুরোধ করা হয়। কিন্তু ছাত্রদলের উত্তেজিত নেতাকর্মীরা তা মানতে নারাজ ছিল।
একপর্যায়ে তারা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। এতে মামলার বাদি আনিছুজ্জামান, কনস্টেবল শফিক উল্যা ও জিসান আহমেদ আহত হয়। পরে তারা সদর হাসপাতালে চিকিৎসা নেন।
লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম রাজন জানান, শান্তিপূর্ণ মিছিলে শুরু থেকেই পুলিশ বাধা দিয়েছে। শহরের ব্রিজ পার হলেই পুলিশ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে। এতে পুলিশ সদস্যরা এলোপাতাড়ি নেতাকর্মীদেরকে লাথি-কিল-ঘুষি ও থাপ্পড় মারে। তাদের মারধরে ১২ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
ওসি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।