বাঞ্ছারামপুরে বিনামূল্যে বীজ সার বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৯:৪১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
- / ২০৬ ৫০০০.০ বার পাঠক
ব্রাক্ষনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা
পরিষদ অডিটোরিয়ামে সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় ২৩৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা “এক ইঞ্চি জমিও অনাবদী রাখা যাবে না” বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
একি মিত্র চাকমার সভাপতিত্বে ১৩ টি ইউনিয়ন ১ টি পৌরসভাকে বিনামূল্যে সার ও বীজ প্রধান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম তাজ (এমপি) বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ। এ সময়ে উপস্থিতি ছিলেন উপজেলা সহকারি কমিশন( ভূমি) কাজী আতিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জলি আমির, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল,পৌর মেয়র তফাজ্জল হোসেন, কৃষিবিদ মোহাম্মদ নাসির উদ্দীন। বিভিন্ন ইউনিয়নের কৃষি অফিসার, মেম্বারসহ বিভিন্ন কৃষক প্রমূখ।