কুমিল্লায় বিএনপির সমাবেশ সফল করতে তিতাসে প্রস্তুতি সভা করেছে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন

- আপডেট টাইম : ১১:৫২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ২৩৯ ১৫০০০.০ বার পাঠক
আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিভাগীয় গণ-সমাবেশ করবে বিএনপি। সমাবেশ সফল করতে তিতাসে প্রস্তুতি সভা করেছে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন।
শনিবার (১৯ নভেম্বর) শনিবার সকাল ১১ টায় উপজেলার গাজিপুরস্থ তিতাস ভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গনি ভূঁইয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার।
এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, মাহবুব আলম সরকার, এমদাদ হোসেন আখন্দ, মোয়াজ্জেম হোসেন মুন্সি, গোলাম মহিউদ্দিন জিলানী, রুবি ইসলাম, আক্তার বেপারী,মুন্সী আমিনুল ইসলাম মানিক,সদস্য মনির হোসেন ভূইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন
প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ বলেন, দেশ অত্যন্ত সংকটের মধ্যে আছে। এই সংকটের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে বিভাগীয় সমাবেশ হচ্ছে। আন্দোলন হচ্ছে। এই আন্দোলন বিএনপিকে ক্ষমতায় নেয়ার জন্য না। এই লুটেরা সরকারের হাত থেক দেশকে রক্ষা করার জন্য, শাসনতন্ত্রকে রক্ষা করার জন্য। দেশের মানুষকে রক্ষা করার জন্য। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, বিচার বিভাগে স্বাধীন করার জন্য। দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। একটা তত্বাবধায়ক সরকারের অধিনে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য বিএনপির এই আন্দোলন।
সভা শেষে উপজেলার ৯টি ইউনিয়নের নেতৃবৃন্দের মাঝে ব্যানার, লিফলেট ও পোস্টার বিতরণ করেন সিনিয়র নেতৃবৃন্দ।