চট্রগ্রাম কাস্টমস্ বাজেয়াপ্ত ১০০ কন্টেইনার নিলামের মালামাল ধ্বংস না করে প্রভাবশালীদের মাধ্যমে রাতের আধারে পাচার
- আপডেট টাইম : ০৮:০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
- / ৪০৬ ৫০০০.০ বার পাঠক
সিএমপি. পাঁচলাইশ মডেল থানা ধীন ৩৫ নং বিট কর্তৃক আয়োজিত মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধী এক সমাবেশ-এগার নভেম্বর বিকেল ৪ঃ ঘটিকার সময়-পাঁচলাইশ মড়েল থানাধীন হাসেম নগর রাজগঞ্জ বিল এলাকায় অনুষ্ঠিত হয়. এস.আই সোহেলের পরিচালনায়.ও এসআই আফতাব হোসেনের সঞ্চালনায়.
উক্ত সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন. সিএমপি পাঁচলাইশ (উত্তর) জোনের উপ পুলিশ কমিশনার জনাব. আরাফাতুল ইসলাম – এতে উপস্থিত ছিলেন পাঁচলাইশ কমিউনিটি পুলিশের সচিব আবু সাঈদ সেলিম-সাদিকুর রহমান.পুলিশ ইন্সঃ তদন্ত পাঁচলাইশ মডেল থানা.জসিমুল আনোয়ার খান সভাপতি ৩৬ নং বিট পুলিশ পাঁচলাইশ মডেল থানা- জাহেদুল কবির সাধারণ সম্পাদক A ইউনিট আওয়ামী লীগ -R.J মোর্টসের চেয়ারম্যান রবিউল ইসলাম.সোহেল বড়ুয়া.মোঃ অভি.মোঃ রাশেদ.প্রমুখ. সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল ওয়াদুদ.উক্ত সন্ত্রাস বিরোধী সমাবেশে এলাকার উপস্থিত জনতা তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা. প্রধান অতিথির নিকট তুলে ধরেন.এ সময় প্রধান অতিথি এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য ও মনোযোগ সহকারে শুনেন -এবং-তাৎক্ষণিক সমাবেশে উপস্থিত পুলিশ কর্মর্তাদের-ও পরবর্তীতে এসব সমস্যার সমাধানে পাঁচলাইশ থানা কর্তৃপক্ষকে নির্দেশ দিবেন বলে আশ্বস্ত করেন . প্রধান অতিথির বক্তব্যে এডিসি আরাফাতুল ইসলাম বলেন. সন্ত্রাস জঙ্গিবাদ ইভটিজিং প্রতিরোধে জনগণের সাথে পুলিশ সবসময় আছে-এবং থাকবে জনগণ এগিয়ে আসলে এবং পুলিশকে সঠিক তথ্য দিলে পুলিশ অতন্দ্র প্রহরীর মত কাজ করবে।