ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ইং উপলক্ষে দৌলতপুর ব্রিফিং
- আপডেট টাইম : ০৫:১৭:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৬৬ ৫০০০.০ বার পাঠক
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ইং উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, আগামী ০৯নভেম্বর-২০২২খ্রি. তারিখে উপজেলা চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় প্যাভিলিয়ন-১ (উদ্যোগ এবং স্টার্টআপ), প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা), প্যাভিলিয়ন-৩ (হাতের মুঠোয় সেবা), প্যাভিলিয়ন-৪ (শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান) এর অন্তর্ভুক্ত অফিস / প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করবে এবং সেরা তিনটি দপ্তরকে পুরষ্কার প্রদান করা হবে।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রেজাউল করিম,শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমান,দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সালমান খান, কৃষকলীগের আহবায়ক ও সাংবাদিক সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, উপজেলা সহকারি প্রোগ্রামার(আইসিটি) কর্মকর্তা রনজিৎ মন্ডল সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।