ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::

সৌদিআরবে নিয়ে-নারীকে জিম্মি করে রেখেছে-দালাল

সূএ তথ্য মতে জানান-বাংলাদেশের খুলনা জেলার খুলনা সিটি কর্পোরেশন এলাকার-২১ নং ওয়ার্ডের নাগরিক-রিনা বেগম,এনআইডি নং-৮৭০৮৫৬৭৪২৮ পিতা-মৃত সুলতান হাওলাদার মাতা-মৃত নূরজাহান স্বামী-মোঃবাবুল শেখ এনআইডি নং-৮২২৩৯২৫৫২৩-বিগত-চার মাস পূর্বে-এক লক্ষ টাকা খরচ করে-দালাল বাবুলের মাধ্যমে সোদীআরব যায়,দালাল বাবুল(গোবর চাকা-বৌ বাজার,খুলনা)বলে যে-রীনাকে ভালো বেতনের ভালো চাকরী দিবে।

পরবর্তীতে-রীনা সৌদিআরব পৌঁছে তাঁর স্বামী-মোঃবাবুল শেখকে কল দিয়ে জানান-তাঁকে সৌদিআরব নিয়ে,অত্যাচার করে,আঙ্গুল ভেঙ্গে দিয়েছে।বর্তমানে-তিনি অসুস্হ,স্বাভাবিক চলাচলে সমস্যা হচ্ছে-বাংলাদেশে ফিরিয়ে আনার কথাও জানান-তিনি।প্রথম দুই মাসের বেতন ফেলেও-বর্তমানে বেতন দিচ্ছেনা কেউ!।

রিনা বেগম তাঁর স্বামী মোঃবাবুল শেখকে বিষয়টি জানালে,মোঃবাবুল শেখ এ সমন্ধে দালাল বাবুলকে উক্ত বিষয়টি জিঙ্গাসা করলে-দালাল বাবুল বলে-আমাকে আরো তিন লক্ষ টাকা দেন,আমি আপনার স্ত্রী রিনা বেগমকে দেশে এনে দিব।জবাবে-মোঃবাবুল শেখ বলেন-আমি এত টাকা পাব কই?আমার পক্ষে আর টাকা দেয়া সম্ভবনা।আপনি আমার স্ত্রী রিনা বেগমকে-বাংলাদেশে এনে দেন।দালাল বাবুল-এতে সম্মতি দেয়নি!।

বর্তমান পরিস্হিতিতে-দালাল বাবুলকে আইনের আওতায় এনে-শাস্তি প্রদান করে,রিনা বেগমকে বাংলাদেশে ফিরিয়ে আনার অনুরোধ জানান-বাংলাদেশ পুলিশের প্রতি-খুলনার সুশীল সমাজ।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

প্রচন্ড খড়া রোদে ডিএমপি কমিশনারের স্বস্থির উদ্যোগ

সৌদিআরবে নিয়ে-নারীকে জিম্মি করে রেখেছে-দালাল

আপডেট টাইম : ০৯:৪১:৪৩ পূর্বাহ্ণ, শনিবার, ৫ নভেম্বর ২০২২

সূএ তথ্য মতে জানান-বাংলাদেশের খুলনা জেলার খুলনা সিটি কর্পোরেশন এলাকার-২১ নং ওয়ার্ডের নাগরিক-রিনা বেগম,এনআইডি নং-৮৭০৮৫৬৭৪২৮ পিতা-মৃত সুলতান হাওলাদার মাতা-মৃত নূরজাহান স্বামী-মোঃবাবুল শেখ এনআইডি নং-৮২২৩৯২৫৫২৩-বিগত-চার মাস পূর্বে-এক লক্ষ টাকা খরচ করে-দালাল বাবুলের মাধ্যমে সোদীআরব যায়,দালাল বাবুল(গোবর চাকা-বৌ বাজার,খুলনা)বলে যে-রীনাকে ভালো বেতনের ভালো চাকরী দিবে।

পরবর্তীতে-রীনা সৌদিআরব পৌঁছে তাঁর স্বামী-মোঃবাবুল শেখকে কল দিয়ে জানান-তাঁকে সৌদিআরব নিয়ে,অত্যাচার করে,আঙ্গুল ভেঙ্গে দিয়েছে।বর্তমানে-তিনি অসুস্হ,স্বাভাবিক চলাচলে সমস্যা হচ্ছে-বাংলাদেশে ফিরিয়ে আনার কথাও জানান-তিনি।প্রথম দুই মাসের বেতন ফেলেও-বর্তমানে বেতন দিচ্ছেনা কেউ!।

রিনা বেগম তাঁর স্বামী মোঃবাবুল শেখকে বিষয়টি জানালে,মোঃবাবুল শেখ এ সমন্ধে দালাল বাবুলকে উক্ত বিষয়টি জিঙ্গাসা করলে-দালাল বাবুল বলে-আমাকে আরো তিন লক্ষ টাকা দেন,আমি আপনার স্ত্রী রিনা বেগমকে দেশে এনে দিব।জবাবে-মোঃবাবুল শেখ বলেন-আমি এত টাকা পাব কই?আমার পক্ষে আর টাকা দেয়া সম্ভবনা।আপনি আমার স্ত্রী রিনা বেগমকে-বাংলাদেশে এনে দেন।দালাল বাবুল-এতে সম্মতি দেয়নি!।

বর্তমান পরিস্হিতিতে-দালাল বাবুলকে আইনের আওতায় এনে-শাস্তি প্রদান করে,রিনা বেগমকে বাংলাদেশে ফিরিয়ে আনার অনুরোধ জানান-বাংলাদেশ পুলিশের প্রতি-খুলনার সুশীল সমাজ।