শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় পদ্মা সেতু দক্ষিণ থানা নাওডোবা গ্রামে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৭ জন আহত হয়েছে
- আপডেট টাইম : ০৫:০২:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ১৭৯ ৫০০০.০ বার পাঠক
গতকাল ৩০ অক্টোবর সকাল ৯ টায় নাওডোবা এলাকার গফুর মোড়ল কান্দিতে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ইউপি সদস্য সহ ৭ জনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার সময় নাওডোবা ইউনিয়নের গফুর মোড়ল কান্দি গ্রামের গাছ ব্যাবসাহী জিয়া মোড়ল ব্যাবসার উদ্দেশ্যে গাছ ক্রয় করতে নাওডোবা বাজারে গেলে একই এলাকার চোকদার পরিবার ও তাদের ওৎপেতে থাকা ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এ হামলা করে। এ সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, লোহার রড,হাতুড়ী, হামাড়ী, শাবল দিয়ে গাছ ব্যবসায়ী জিয়াকে উপর্যুপরি আঘাত করে মৃত ভেবে ফেলে চলে যায়। পরে খবর পেয়ে স্থানীয় ইউপি মেম্বার তাকে উদ্ধার করতে গেলে পুনরায় সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে।এতে ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হন নাওডোবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউ,পি সদস্য বিল্লাল মোড়ল,
দুলাল মোড়ল,জিয়া মোড়ল,বাদশা মোড়ল,
লিটন মোড়ল,বাদল মোড়ল,সেলিম মোড়ল ।
হামলায় অংশগ্রহণ করে স্থানীয় রশিদ চোকদার,ঠান্ডু চোকদার,আলতাপ চোকদার,
সুলতান,চোকদার,শুক্কুরচোকদার,বজলুচোকদার,কাশেম শেখ এবং পাশবর্তি শিবচর থানার ভাড়াটিয়া সন্ত্রাসীরা।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।