সংবাদ শিরোনাম ::
টাংগাইলে উয়ার্শী ইউনিয়নের মুক্তিযোদ্ধা ড.এস, এম আব্দুর রহমান

স্টাফ রিপোর্টার যারা হায়াৎ
- আপডেট টাইম : ০২:২০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ২৫৩ ১৫০০০.০ বার পাঠক
বীর মুক্তিযোদ্ধা এস, এম, আব্দুর রহমান, তাদেরি মধ্যে একজন
যারা দিয়েছে উপহার সুন্দর এক স্বাধীন বাংলাদেশ। মুক্তিযোদ্ধা ড.এস এম আব্দুর রহমান সাহেব ছিলেন ১১ নং সেক্টরে, ড.মোঃ আলতাব হোসেন চিকিৎসক এর সহকারী হিসেবে। বীর মুক্তিযোদ্ধারা যখন আহত হয়ে ফিরতেন ১১ নম্বর সেক্টরে ,
ড.মোঃ আলতাব হোসেন ও সহকারি ড.আব্দুর রহমান সাহেব নিরলস সেবা প্রদান করে যেতেন। হাজার মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময় পেয়েছি আজ সোনার বাংলাদেশ। তাদের পরিবার ছেড়ে তারা পুরো ৯ মাস দেশের জন্য মানুষের জন্য আমাদের সকলের জন্য দেশ কে স্বাধীন করতে অবিরাম পরিশ্রম করেছেন। আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধা বেচে আছেন তাদের জানাই সময়ে কন্ঠ পুরো পরিবারের পক্ষ থেকে অবিরাম ভালোবাসা ও শ্রোদ্ধা, এবং যারা শহীদ হয়েছেন , তাদের প্রতি আমরা চিরকাল ঋণী তাদের রুহের মাগফেরাত কামনা করি।
আরো খবর.......