ঢাকার সাভারের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাত দফা দাবি আদায়ে গণঅনশন
- আপডেট টাইম : ০৬:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ১৬৭ ৫০০০.০ বার পাঠক
সারা বাংলাদেশে ন্যায় সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারী দলের নির্বাচনী প্রতিশতি বাস্তবায়নের দাবীতে গণ অনশন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ,সাভার উপজেলা ও সাভার পৌর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।শনিবার দুপুরে ২২শে অক্টোবর সাভার পেসক্লাব প্রাঙ্গণে সাত দফা দাবী আদাই লক্ষে এই গণ অনশন ও মানব বন্ধন করেন ।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির নিদেশে ক্রমেএই অনশন ও মানব বন্ধন করা হয় ।উপস্থিত নেতারা বলেন সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনায়ন.বৈমষ্যবিলোপ আইন প্রনায়ন.দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনায়ণ.জাতীয় সংখালঘু কমিশন গঠন.অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন.পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন .সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন এই সাতটি দাবী বাস্তবায়ন না হলে কঠিন আন্দোলন করা হবে বলে জানান.গণ অনশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঢাকা জেলার সাধারণ সম্পাদক প্রদীপ দাস.সাভার উপজেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি বাবু বাদল সাহা. যুগ্ন সাধারণ সম্পাদক সম্ভু চন্দ্র সরকার.সাংগঠিন সম্পাদক আশিষ কুমার নাগ সহ সাভার উপজেলার বিভিন্ন নেতা কর্মীরা ।