রংপুর পীরগঞ্জের বাবনপুর দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানায় বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৪:২৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ১৬৭ ৫০০০.০ বার পাঠক
রংপুর পীরগঞ্জের বাবনপুর দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা’র আয়োজনে আল্লামা তারেক মনোয়ার সাহেবের ওয়াজ-মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।গত ২১ অক্টোবর (শুক্রবার) রাত ১১ থেকে ১২ টা পর্যন্ত মাহফিলে প্রধান বক্তা বক্তব্য দেন।
৫ নং মদনখালী ইউনিয়নের বাবনপুর দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা’র প্রতিষ্টাতা আঃ ছালামের উদ্যোগে উক্ত মাদ্রাসা মাঠে এ ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আল্লামা তারেক মনোয়ার সাহেবের ওয়াজ শুনতে শিশু থেকে শুরু করে কয়েক হাজার নারী-পুরুষের সমাগম ঘটে।বিশেষ করে পীরগঞ্জ,শঠিবাড়ী,মিঠাপুকুর, গাইবান্ধা, পলাশবাড়ী, নবাবগঞ্জ, দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলা-উপজেলা থেকে এসে লোকজন তার মাহফিলে অংশগ্রহণ করেন।
উক্ত ওয়াজ-মাহফিল আলহাজ্ব মাওলানা আব্দুল লতিফ সাহেব ও আলহাজ্ব আব্দুল হাকিম মিয়া’র সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাফিউর রহমান মন্ডল (মিলন), জাতীয় পার্টির কেন্দীয় কমিটির সদস্য নূূর আলম মিয়া যাদু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত ওয়াজ মাহফিল এলাকা নিরাপত্তা বলয় তৈরী করেন প্রশাসন।তবে শান্তি পুর্নভাবে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।