বারোরায়ি জাতীয় বির্তকে ৫ম কুবির রাফি
- আপডেট টাইম : ১০:০৮:১১ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ১৭৪ ৫০০০.০ বার পাঠক
ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসবে পঞ্চম স্থান অধিকার করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিবেটং সোসাইটির সদস্য আহমদ উল্ল্যাহ রাফি।
শনিবার ১৫ (আগস্ট) চাঁদপুর ডিবেট মুভমেন্ট (চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন)। নেতৃত্বে চাঁদপুর সরকারি কলেজে এ বির্তক অনুষ্ঠিত হয়।
বির্তকের বিষয় ছিল “আমার স্বপ্নের শিক্ষাব্যবস্থা”। বির্তকে স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় মিলিয়ে পঞ্চাশ জন বির্তাকিকের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে রাফি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি সভাপতি আল নাইম বলেন,
আহমদ উল্ল্যাহর এ সাফল্যে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির অর্জনের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো। আগামীতেও অর্জনের এ ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। ছোট-বড় সব অর্জনের আনন্দ আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মামুষের সাথে ভাগ করতে চাই।
এছাড়াও বির্তক অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় দু’হাজার বির্তাকিক অংশগ্রহন করে।
বির্তক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি। টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, মোটিভেশনাল স্পিকার সুলায়মান সুখন, প্রাক্তন বিতার্কিক আব্দুল নূর তুষার সহ অনেকেই ছিলেন।
উল্লেখ্য এছাড়াও বির্তক অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় দু’হাজার বির্তাকিক অংশগ্রহন করে।