পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

- আপডেট টাইম : ০১:৫৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ২০০ ১৫০০০.০ বার পাঠক
গতকাল ১৪ অক্টোবর শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক কন্টিজেন্ট কমান্ডার এম আনোয়ার হোসেন পিও এর নেতৃত্বে পৌরসভার বি এফ ডি সি ঘাটে অভিযান চালিয়ে আল-আমিন সরদার(২৭)নামক এক যুবককে ৩৭৩ পিস ইয়াবা ভিভো ব্র্যান্ডের মোবাইল সেট একটি, ইয়াবা সেবনের ফয়েল পেপার ও নগদ কিছু অর্থ ও একটি রুপার চেইন সহ আটক করেছে বলে আজ এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছন কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এম শফিউল আলম কিঞ্জল।
আটক আল-আমিন বিএফডিসি পাইকারী মৎস্য বাজার এলাকার ব্যবসায়ী মারুফ সরদারের ছেলে।
কোস্টগার্ড জানিয়েছন,ঘটনার সময় সে ইয়াবা বিক্রি করেছিলো।
ইয়াবাসহ আটক যুবককে পাথরঘাটা থানায় সোপার্দ করা হয় এবং আলামিনের সঙ্গে থাকা অপর মাদক ব্যবসায়ী মহিউদ্দিন শিকদার বাবু (২৫) পিতা জহিরুল শিকদার, ৩নং ওয়ার্ড পাথরঘাটা পৌরসভা। কোস্টগার্ডের অভিযান টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হলে তাকে আসামি করে ৩৬( ১)এর সারনী ১০ (ক) / ৪১ ধারায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় বলে জানান, দক্ষিণ কোস্টগার্ড জোন পাথরঘাটা স্টেশন কমান্ডার এম আনোয়ার হোসেন পিও।