ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
ঘুসের টাকা নিতে বিকাশ নাম্বার দিয়ে যান পিডিবির প্রকৌশলী ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে বৈঠক গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান মোদির বিমসটেক সদস্য দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার মৃত সন্তান প্রসবে বাংলাদেশ এখনো দক্ষিণ এশিয়ায় শীর্ষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার নবীনগরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন জেলা ও ইউনিয়ন নগরজুড়ে ছোট নেতার বড় পোস্টার ডা. বোরহানে অবৈধ সিন্ডিকেটে দুর্ভোগের শিকার রোগীরা বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা-মারধর, গ্রেপ্তার ৩ থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কেএমপি’র গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকার কথিত জাল নোট, ৫০০ ভারতীয় রুপির জাল নোট, ০১ টি ল্যাপটপ, ০৩ টি কালার প্রিন্টার, ০১ টি পেনড্রাইভ এবং জাল নোট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ (দুই) জন গ্রেফতার

মোহাম্মদ আবু কাউসার তুষার-
  • আপডেট টাইম : ০৬:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / ১৭২ ৫০০০.০ বার পাঠক

সূএ তথ্য মতে জানান-

খুলনা মহানগর ডিবি পুলিশের একটি চৌকস টিম কর্তৃক অদ্য ১২/১০/২০২২ খ্রিঃ তারিখ সকাল ১১:০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা ক্রস রোড-০১ (ছায়রা স্বরণী) সংলগ্ন ছয়তলা বিশিষ্ট হোল্ডিং নং-৯৭/১২ বাড়ীর ছয়তলার ফ্ল্যাট নং-০৬ বি এর উত্তর-পূর্ব পাশের কক্ষের মধ্য হতে ০১) মোঃ ছগির(৪৫), পিতা-আঃ ছালাম, সাং-লাকুরতলা ০৯নং ওয়ার্ড, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা এবং ০২) মোঃ আব্দুর রহিম(২৬), পিতা-মোঃ বেলায়েত হোসেন, সাং-উত্তর পেকখালি ০৬ নং ওয়ার্ড, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর উভয় এ/পি-হোল্ডিং নং-৯৭/১২, বয়রা ক্রস রোড-০১ (ছায়রা স্বরণী), জনৈক ডাঃ ফেরদৌসী বেগম এর বাড়ী, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদ্বয়’কে ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকার কথিত জাল নোট, ৫০০/- (পাঁচশত) ভারতীয় রুপির কথিত জাল নোট, ০১ (এক) টি ল্যাপটপ, ০৩ (তিন) টি কালার প্রিন্টার, ০১ (এক) টি পেনড্রাইভ, ৫০০ (পাঁচশত) পিস সাদা রংয়ের ট্রেস পেপার, ১০ (দশ) বোতল প্রিন্টারের কালি (রিফিল), ০৩ (তিন) টি কাঠের ফ্রেম, ০২ (দুই) লিটার অ্যালকোহল জাতীয় তরল পদার্থ, ০১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম প্রিটিং আঠাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নামে সোনাডাঙ্গা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বর্ণিত ল্যাপটপ ও উল্লেখিত অন্যান্য সরঞ্জামাদি দ্বারা জাল নোট তৈরি করে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় জাল নোটের ব্যবসা করে আসছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ০১ নাম্বার আসামী মোঃ ছগির(৪৫) এর বিরুদ্ধে ইতোপূর্বে বিশেষ ক্ষমতা আইনে বিভিন্ন থানায় আরো ০৩ টি মামলা রয়েছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কেএমপি’র গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকার কথিত জাল নোট, ৫০০ ভারতীয় রুপির জাল নোট, ০১ টি ল্যাপটপ, ০৩ টি কালার প্রিন্টার, ০১ টি পেনড্রাইভ এবং জাল নোট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ (দুই) জন গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

সূএ তথ্য মতে জানান-

খুলনা মহানগর ডিবি পুলিশের একটি চৌকস টিম কর্তৃক অদ্য ১২/১০/২০২২ খ্রিঃ তারিখ সকাল ১১:০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা ক্রস রোড-০১ (ছায়রা স্বরণী) সংলগ্ন ছয়তলা বিশিষ্ট হোল্ডিং নং-৯৭/১২ বাড়ীর ছয়তলার ফ্ল্যাট নং-০৬ বি এর উত্তর-পূর্ব পাশের কক্ষের মধ্য হতে ০১) মোঃ ছগির(৪৫), পিতা-আঃ ছালাম, সাং-লাকুরতলা ০৯নং ওয়ার্ড, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা এবং ০২) মোঃ আব্দুর রহিম(২৬), পিতা-মোঃ বেলায়েত হোসেন, সাং-উত্তর পেকখালি ০৬ নং ওয়ার্ড, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর উভয় এ/পি-হোল্ডিং নং-৯৭/১২, বয়রা ক্রস রোড-০১ (ছায়রা স্বরণী), জনৈক ডাঃ ফেরদৌসী বেগম এর বাড়ী, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদ্বয়’কে ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকার কথিত জাল নোট, ৫০০/- (পাঁচশত) ভারতীয় রুপির কথিত জাল নোট, ০১ (এক) টি ল্যাপটপ, ০৩ (তিন) টি কালার প্রিন্টার, ০১ (এক) টি পেনড্রাইভ, ৫০০ (পাঁচশত) পিস সাদা রংয়ের ট্রেস পেপার, ১০ (দশ) বোতল প্রিন্টারের কালি (রিফিল), ০৩ (তিন) টি কাঠের ফ্রেম, ০২ (দুই) লিটার অ্যালকোহল জাতীয় তরল পদার্থ, ০১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম প্রিটিং আঠাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নামে সোনাডাঙ্গা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বর্ণিত ল্যাপটপ ও উল্লেখিত অন্যান্য সরঞ্জামাদি দ্বারা জাল নোট তৈরি করে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় জাল নোটের ব্যবসা করে আসছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ০১ নাম্বার আসামী মোঃ ছগির(৪৫) এর বিরুদ্ধে ইতোপূর্বে বিশেষ ক্ষমতা আইনে বিভিন্ন থানায় আরো ০৩ টি মামলা রয়েছে।