চিরচেনা রুপে ফিরছে কুবি ক্যাম্পাস
- আপডেট টাইম : ১১:১৩:০৪ পূর্বাহ্ণ, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ১৯২ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস তার চিরচেনা রূপ ফিরে পেয়েছে। দীর্ঘ সময় পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। পূজা ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১০ দিন বন্ধ থাকার পরে আজ সোমবার (১০ অক্টোবর) খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় । এদিকে সাতদিন সিলগালা থাকার পর রোববার (৯ অক্টোবর) আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী হল খুলে দেওয়া হলেও আগামী ১৭ তারিখ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে খোলার প্রথম দিনেই বিভিন্ন বিভাগে ক্লাস, প্রেজেন্টেশন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহনও আগের শিডিউলে চলমান রয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সেশনজটের কবলে যাতে পড়তে না হয় এর জন্য স্থগিত পরীক্ষাগুলো দ্রুত নিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শিবলু দাশ বলেন, ছুটি কাটিয়ে আমরা আবারো ক্যাম্পাসে ফিরতে পেরে আমি খুবই আনন্দিত। ক্যাম্পাসের এ অবস্থা অব্যাহত রাখতে আমি শিক্ষকদের আহবান জানাচ্ছি। আগের মতো ক্লাস, প্রেজেন্টেশনে ফিরতে পেরেছি। বন্ধুদের সঙ্গে আড্ডা, গল্পে ক্যাম্পাসে প্রাণ ফিরে এসেছে। ছুটিতে থাকলে সবসময় ক্যাম্পাসকে মিস করি।
টানা বন্ধের পর বিশ্ববিদ্যালয়ে আবার ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থী হলে উঠতে শুরু করেছে। ক্যাম্পাস আবার প্রাণ ফিরে পেয়েছে। সাম্প্রতিক ক্যাম্পাসে একটি খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল। শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন যেহেতু আবার শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের কাছে দাবি থাকবে, সব পরিস্থিতি কাটিয়ে উঠে ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ শিক্ষাসুলভ পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকবে বলে মন্তব্য করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী লামিয়া আরজুমান ।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা ভিড় জমাতে লক্ষ্য করা যায়। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার নিতে রীতিমতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভিড় জমাতে দেখা যায় শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের চিঠি চত্বর, ক্যাফেটেরিয়া, বিজ্ঞান অনুষদ প্রাঙনে, সামাজিক বিজ্ঞান অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে, কাঁঠালতলা, বিশ্ববিদ্যালয়ের মূল গেটের আশেপাশে, হল গেটের সামনে, বাসের ভেতর, গোল চত্বর, বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে, কেন্দ্রীয় খেলার মাটে, শহীদ মিনারে এবং আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের আড্ডা এবং খোশগল্পে জমে থাকতে দেখা যায়।
এ ছাড়া আবাসিক হলগুলোতে ও নীরবতা শেষে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নিরাপত্তা প্রহরীরা হাসিমাখা চেহারায় বলেন, এতদিন ছাত্ররা না থাকায় সব কিছু ঠাণ্ডা ঠাণ্ডা ছিল। আসলে ছাত্ররা না থাকলে আমাদের ও ভালো লাগে না। এখন সবাই আসতে শুরু করছে। আবার সব আগের মত হবে।
উল্লেখ্য , শারদীয় দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গত ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।