বাকেরগঞ্জ বিএমএসএফ সাবেক সভাপতি দীনু আর বেঁচে নেই
- আপডেট টাইম : ০৬:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
- / ১৫১ ৫০০০.০ বার পাঠক
ঢাকা,বুধবার, ৫ অক্টোবর,২০২২: পৃথিবীর মায়া ত্যাগ করে অল্প বয়সেই না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশে মফস্বল সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি সংবাদিক দীন মোহাম্মদ দীনু। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল ৫ টা ২৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক কণ্যা, স্ত্রী ও পিতা-মাতাসহ অসংখ্যা গুনগ্রহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাকেরগঞ্জ সাংবাদিক অঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য একাত্তর টিভির বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি দীন মোহাম্মাদ দীনু ব্লাড আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার সকাল ১০ টায় বাকেরগঞ্জ হেলিপ্যাড মাঠে তার জানাজার নামাজ শেষ লাশ পৌরসভার সিনেমা হল সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।