হোমনায় রাস্তা নির্মাণের অনিয়মের অভিযোগ
- আপডেট টাইম : ০৪:১৬:২৩ পূর্বাহ্ণ, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৮৫ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনায় পাকা রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে মেসার্স জিবি বিল্ডার্স এর প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাস্তাটির ম্যাকাডম করা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া দিয়ে।
অভিযোগ রয়েছে রাস্তাটিতে বেট কাটার পর সাববেইজ করতে বালুর সঙ্গে যে পরিমাণে খোয়া ব্যবহার করার কথা সেটি মোটেও করা হচ্ছে না। এছাড়া রাস্তাটিতে দীর্ঘদিনের পুরাতন ইট ও খোয়া বানিয়ে ব্যবহার করা হয়েছে। ওই ইটগুলো মেয়াদোত্তীর্ণ ছিল। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে উপজেলার নিলখী ইউনিয়নের মিরাশ স্বর্ণকার পাড়া থেকে উবধি গুদারাঘাট পর্যন্ত রাস্তা পাকা করণের জন্য টেন্ডার আহ্বান করে এলজিইডি। টেন্ডারে ৭০ লাখ ৪৩ হাজার টাকা চুক্তিমূল্যে কাজ পায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিবি বিল্ডার্স।
এছাড়াও এলজিইডি কার্যালয় থেকে এই কাজের নির্মাণের সামগ্রী ব্যবহার করায় চিঠি ও দেওয়া হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান কে। এলজিইডির অনুযায়ী ২০২১ সালের ৪ এপ্রিল রাস্তাটির কাজ শুরু হয়। আর রাস্তাটির নির্মাণকাজের সময়সীমা ছিল চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু রাস্তাটির নির্মাণকাজ এখনও ৫০ ভাগ সম্পন্ন হয়নি।
স্থানীয়রা জানান, রাস্তাটিতে দীর্ঘদিনের পুরাতন ইটের খোয়া বানিয়ে ব্যবহার করা হয়েছে। ওই ইটগুলো মেয়াদোত্তীর্ণ ছিল। এ ছাড়া এখানে ইটের আধলা এনে খোয়া বানিয়ে ব্যবহার করা হয়েছে। আমরা মানা করা সত্ত্বেও তারা ওই ইটের খোয়া ব্যবহার করেছে।
রাস্তার সাব কন্ট্রাক্টর হোসাইন এর মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি বলে তার কাছ থেকে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বরত তিতাস উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক জানান, আমি এখন বলতে পারছি না কারণ আমি অতিরিক্ত দায়িত্বে আছি। উপজেলা গিয়ে খোঁজ নিয়ে তথ্য পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।