ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::

রংপুর পীরগঞ্জে পারিবারিক কলহের জ্বেরে গলায় ফাঁসটানিয়ে একযুবকের মৃত্যু

রংপুর পীরগঞ্জ উপজেলার ১৪ নং চতরা ইউনিয়নের ঘাঁষিপুর গ্রামের শাহিনুর ইসলাম “র পুত্র আলমগীর (২২), পারিবারিক কলহের কারনে গলায় ফাঁস টানিয়ে আত্বহত্যা করেছেন বলে যানা যায়। সে পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন গত ১৮/০৯/২০২২ ইং আলমগীর ট্রাক চালিয়ে ঢাকায় যান এবং ঢাকায় তার শাশুরীর ভাড়াটিয়া বাসায় সেখানেই অবস্থান করিলে তার শাশুড়ী পূর্বের পারিবারিক কলহের জের ধরে আলমগীর’র সাথে ঝগড়া বিবাদ করে আর সে অন্যত্র আরেকটি বিবাহ করেছে বলে অপবাদ দেয়। এবং তাকে বাসায় আটকে রেখে গত ২০/০৯/২০২২ ইং তারিখ আলমগীরকে নিয়ে তার শাশুরী বিউটি বেগম ১৪ নং চতরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান’র নিকট আসেন। সেখানে বিষয়টি সুরাহা না হওয়ায় আলমগীর নিখোঁজ হয়। স্থানীয় গন্যমান্য লোকদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আলমগীর এর আগে আরও একটি বিবাহ করেছিল। পূর্বের স্ত্রীর সহিত বিবাহ বিচ্ছেদ হওয়ার পর প্রায় ০১ বৎসর পূর্বে বৃষ্টি আকতার শিমু (১৮), কে বিবাহ করার পর হইতে তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরে উক্ত মৃত্যু সংঘটিত হইয়াছে মর্মে জানা যায়। এই মৃত্যু নিয়ে উপস্থিত গ্রামবাসী বলেন এই মৃত্যুর জন্য তার স্ত্রীর পরিবার দ্বায়ী বলে জানান।

রিপোর্ট লেখাপর্যন্ত আলমগীরের লাশ পীরগঞ্জ থানা মর্গে পোষ্টমার্টামের জন্য আনা হয়েছে।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

রংপুর পীরগঞ্জে পারিবারিক কলহের জ্বেরে গলায় ফাঁসটানিয়ে একযুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৮:৩৫:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

রংপুর পীরগঞ্জ উপজেলার ১৪ নং চতরা ইউনিয়নের ঘাঁষিপুর গ্রামের শাহিনুর ইসলাম “র পুত্র আলমগীর (২২), পারিবারিক কলহের কারনে গলায় ফাঁস টানিয়ে আত্বহত্যা করেছেন বলে যানা যায়। সে পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন গত ১৮/০৯/২০২২ ইং আলমগীর ট্রাক চালিয়ে ঢাকায় যান এবং ঢাকায় তার শাশুরীর ভাড়াটিয়া বাসায় সেখানেই অবস্থান করিলে তার শাশুড়ী পূর্বের পারিবারিক কলহের জের ধরে আলমগীর’র সাথে ঝগড়া বিবাদ করে আর সে অন্যত্র আরেকটি বিবাহ করেছে বলে অপবাদ দেয়। এবং তাকে বাসায় আটকে রেখে গত ২০/০৯/২০২২ ইং তারিখ আলমগীরকে নিয়ে তার শাশুরী বিউটি বেগম ১৪ নং চতরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান’র নিকট আসেন। সেখানে বিষয়টি সুরাহা না হওয়ায় আলমগীর নিখোঁজ হয়। স্থানীয় গন্যমান্য লোকদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আলমগীর এর আগে আরও একটি বিবাহ করেছিল। পূর্বের স্ত্রীর সহিত বিবাহ বিচ্ছেদ হওয়ার পর প্রায় ০১ বৎসর পূর্বে বৃষ্টি আকতার শিমু (১৮), কে বিবাহ করার পর হইতে তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরে উক্ত মৃত্যু সংঘটিত হইয়াছে মর্মে জানা যায়। এই মৃত্যু নিয়ে উপস্থিত গ্রামবাসী বলেন এই মৃত্যুর জন্য তার স্ত্রীর পরিবার দ্বায়ী বলে জানান।

রিপোর্ট লেখাপর্যন্ত আলমগীরের লাশ পীরগঞ্জ থানা মর্গে পোষ্টমার্টামের জন্য আনা হয়েছে।