ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের হস্তক্ষেপে মামলা প্রত্যাহার হওয়া টাঙ্গাইলবাসী খুশি! সভাপতি/সম্পাদকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিইসির পুলিশ, র‌্যাব, আনসারের নতুন পোশাক চুড়ান্ত নাইজেরিয়ায় ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত অন্তত ৮৬ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের যুবদল নেতাকে পিটিয়ে আহত করেছে স্বেচ্ছাসেবকদলের নেতা বরগুনার, পাথরঘাটায় সাবেক ইউপি সদস্যকে হুমকি ও মারধর চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন যুদ্ধবিরতি এখনই কার্যকর হচ্ছে না, জানালেন নেতানিয়াহু সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডাক্তারি সার্টিফিকেট ব্যতীত ডাক্তার পদবী ব্যবহার করে চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা-০৪ জন ভুয়া ডাক্তার RAB 11 এর হাতে আটক

মোঃ জামাল উদ্দিন স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • / ১৬৬ ৫০০০.০ বার পাঠক

গত ১৯ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ দুপুর ০১:৪০ মিনিট হতে ০৬:৫০ মিনিট পর্যন্ত র‍্যাব ১১, সিপিএসসি, নরসিংদী এর একটি অভিযানক দল গোপন সংবাদের ভিত্তিতে ।

নরসিংদী জেলার পলাশ থানাধীন, ঘোড়াশাল বাজার স্বপ্ন মেডিকেল হল, খিলপাড়াসহ পূবালী জুট মিলস উচ্চ বিদ্যালয় এর দক্ষিণ পাশে জাকারিয়া ফার্মেসী,

চরনগরধী বাজারের পশ্চিম পাশে জাহাঙ্গীর মেডিকেল হল এবং গ্রামীন ড্রাগস প্রো ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম এর দোকানে অভিযান পরিচালনা করে ০৪ জন ভুয়া ডাক্তার কে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলো ১ । শীতল চন্দ্র দাস (৬০), পিতা-মৃত চেলক্ষ চন্দ্র দাশ,সা;-ঘাগাড়া,২। মোঃ কামরুজ্জামান (৫৮), পিতা-মৃত রুহজ উদ্দিন মুন্সী, সা;-খিলপাড়া উভয় থানা-পলাশ, ৩, মোঃ কাইয়ুম মিয়া (৩০), পিতা-জাহাঙ্গীর আলম, সা;-পাটুয়া, থানা-নরসিংদী সদর,৪। মোঃ আমিনুল ইসলাম (৫৪), পিতা-মৃত কফিল উদ্দিন মাস্টার, থানা-পলাশ, সর্ব জেলা-নরসিংদী। এ সময় তাদের কাছ থেকে ০৩ টি সেটথোকোপ,০২ টি ব্লাড প্রেসার মেশিন, ০১টি নেবুলাইজার মেশিন, ০১ টি ওজান মাপার যন্ত্র, ০১(এক)টি প্রেসার মাপার যন্ত্র, ০৫ পাতা প্রেসক্রিপশন, ৪২ টি ভিজিটিং কার্ড ,৩৬ টি প্রেসক্রিপশন পাড, ০১ টি থার্মোমিটার, ০৩ টি মোবাইল, ০৪ টি সিমকার্ড ও রোগী দেখা নগদ ৯,৫০০/- টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের নিকট
বিএমডিসি/বিবিএস কর্তৃক অনুমোদিত কিংবা একাডেমী সার্টিফিকেট নেই। তারা একটি চেম্বার পরিচালনা করে দীর্ঘদিন

ধরে চিকিৎসক হিসেবে পার্টি প্রাকটিস করেছিল। তাদের কারও কারও কাছে আটস গ্রুপে এসএসসি ও এইচএসসির সার্টিফিকেট রয়েছে । তারা একাডেমিক সার্টিফিকেট ধারী কিংবা নিবন্ধনকর্ত ডাক্তার না হয়েও ডাক্তার নামীয় চিকিৎসা পাড/প্রেসক্রিপশন ব্যবহার করে নিজেদেরকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে একটি বিশেষ অভিযানে তাদেরকে উল্লেখিত ঘটনাস্থল হইতে গ্রেফতার করা হয় ‌।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পলাশ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। যার মামলা নং-০৭, তারিখ-২০/০৯/২০২২, ধারা -বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এক্স-২০১০ এর ২৮(৩)/২৯(২)।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ডাক্তারি সার্টিফিকেট ব্যতীত ডাক্তার পদবী ব্যবহার করে চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা-০৪ জন ভুয়া ডাক্তার RAB 11 এর হাতে আটক

আপডেট টাইম : ০৮:০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

গত ১৯ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ দুপুর ০১:৪০ মিনিট হতে ০৬:৫০ মিনিট পর্যন্ত র‍্যাব ১১, সিপিএসসি, নরসিংদী এর একটি অভিযানক দল গোপন সংবাদের ভিত্তিতে ।

নরসিংদী জেলার পলাশ থানাধীন, ঘোড়াশাল বাজার স্বপ্ন মেডিকেল হল, খিলপাড়াসহ পূবালী জুট মিলস উচ্চ বিদ্যালয় এর দক্ষিণ পাশে জাকারিয়া ফার্মেসী,

চরনগরধী বাজারের পশ্চিম পাশে জাহাঙ্গীর মেডিকেল হল এবং গ্রামীন ড্রাগস প্রো ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম এর দোকানে অভিযান পরিচালনা করে ০৪ জন ভুয়া ডাক্তার কে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলো ১ । শীতল চন্দ্র দাস (৬০), পিতা-মৃত চেলক্ষ চন্দ্র দাশ,সা;-ঘাগাড়া,২। মোঃ কামরুজ্জামান (৫৮), পিতা-মৃত রুহজ উদ্দিন মুন্সী, সা;-খিলপাড়া উভয় থানা-পলাশ, ৩, মোঃ কাইয়ুম মিয়া (৩০), পিতা-জাহাঙ্গীর আলম, সা;-পাটুয়া, থানা-নরসিংদী সদর,৪। মোঃ আমিনুল ইসলাম (৫৪), পিতা-মৃত কফিল উদ্দিন মাস্টার, থানা-পলাশ, সর্ব জেলা-নরসিংদী। এ সময় তাদের কাছ থেকে ০৩ টি সেটথোকোপ,০২ টি ব্লাড প্রেসার মেশিন, ০১টি নেবুলাইজার মেশিন, ০১ টি ওজান মাপার যন্ত্র, ০১(এক)টি প্রেসার মাপার যন্ত্র, ০৫ পাতা প্রেসক্রিপশন, ৪২ টি ভিজিটিং কার্ড ,৩৬ টি প্রেসক্রিপশন পাড, ০১ টি থার্মোমিটার, ০৩ টি মোবাইল, ০৪ টি সিমকার্ড ও রোগী দেখা নগদ ৯,৫০০/- টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের নিকট
বিএমডিসি/বিবিএস কর্তৃক অনুমোদিত কিংবা একাডেমী সার্টিফিকেট নেই। তারা একটি চেম্বার পরিচালনা করে দীর্ঘদিন

ধরে চিকিৎসক হিসেবে পার্টি প্রাকটিস করেছিল। তাদের কারও কারও কাছে আটস গ্রুপে এসএসসি ও এইচএসসির সার্টিফিকেট রয়েছে । তারা একাডেমিক সার্টিফিকেট ধারী কিংবা নিবন্ধনকর্ত ডাক্তার না হয়েও ডাক্তার নামীয় চিকিৎসা পাড/প্রেসক্রিপশন ব্যবহার করে নিজেদেরকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে একটি বিশেষ অভিযানে তাদেরকে উল্লেখিত ঘটনাস্থল হইতে গ্রেফতার করা হয় ‌।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পলাশ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। যার মামলা নং-০৭, তারিখ-২০/০৯/২০২২, ধারা -বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এক্স-২০১০ এর ২৮(৩)/২৯(২)।