কসবায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বাপেক্সের চোরাইমাল জব্দ, আটক ৭।
- আপডেট টাইম : ১২:৩৮:৩৩ অপরাহ্ণ, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৪৮ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিভিন্ন স্থানে টাস্কফোর্সের পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বাপেক্সের চোরাইকৃত মালামালসহ ৭ জনকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার বায়েক ইউনিয়নে টাস্কফোর্সের যৌথ অভিযানে ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা থেকে পাচারকালে ৩৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। অভিযানে আটককৃতরা হলো বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রামের হাসান মিয়ার ছেলে কামরুল ইসলাম, মাদলা গ্রামের কবির হাসানের ছেলে মেহেদী হাসান ফুরকান, গৌরাঙ্গলা গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে দুলাল মিয়া। টাস্কফোর্সের এই অভিযানের নেতৃত্বে ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল-আলম, অভিযানে আরো উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম)
অপরদিকে কসবা থানা পুলিশের একটি পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ কসবা পৌরসভার মরাপুকুর এলাকা থেকে দক্ষিণ কসবা গ্রামের আবুল খায়েরের ছেলে ইসমাইল হোসেন নামক আরেকজনকে আটক করেন কসবা থানা পুলিশ।
একই দিনে সালদা গ্যাসক্ষেত্র থেকে বাপেক্সের চোরাইকৃত মালামালসহ আরো ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) জানান, মাদক যুবসমাজের অবক্ষয়ের প্রধান কারণ। তাই মাদক নির্মূলে কসবায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) থেকে
ইয়াসিন মনি খান
01601-335733
তারিখঃ ১৯/০৯/২০২২