বিল থেকে অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
- আপডেট টাইম : ১২:২১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮ ৫০০০.০ বার পাঠক
সাভার আশুলিয়ার কবিরপুর এলাকায় বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার দক্ষিণ কবিবপুর এলাকার কামারবান বিল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এই মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ।
স্থানীয়রা জানান,ধান চাষের জন্য বিলের কচুরিপানা পরিস্কারের করতে গেলে একজন লাশটি দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল রাশিদ বলেন, নিহতের পরনে কোনো জামা কাপড় ছিলো না। দেখে মনে হয়েছে, মরদেহটি ৪ থেকে ৫ দিন আগের।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।মৃতের পরিচয় এখনও জানা জায়নি, পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হলে হত্যার কারণ সম্পর্কে জানা যাবে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওই কর্মকর্তা।