চট্রগ্রাম শহরের আনোয়ারা দুর্ভোগের নাম রেখেছেন চাতরী চৌমুহনী মোড়
- আপডেট টাইম : ১২:৫৮:২৭ অপরাহ্ণ, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ২৬৩ ৫০০০.০ বার পাঠক
চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনীর মোড়ে সিইউএফএল সড়কে প্রবেশ মুখে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে এবং সড়কের পাশে নিচু জায়গায় পানি জমে থাকায় পানি আর কাঁদায় মিশে একাকার হয়ে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ও চলাফেরা কঠিন হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই তো কথা নেই। পানি আর কাঁদায় চলাফেরা করা দায়।
প্রতিদিন এই গুরুত্বপূর্ণ মোড়ে হাজার হাজার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পথচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা জানান, এ সড়কটি আমাদের যাতায়াতের একমাত্র অবলম্বন। কিন্তু এ সড়কে পানি আর কাঁদায় মিশে হাঁটা কঠিন হয়ে পড়েছে। স্থনীয় সর্বসাধারণ অবর্ণনীয় সীমাহীন ভোগান্তির এই দুর্ভোগের চিত্র প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে এর থেকে অবসানের দাবি জানিয়েও পাচ্ছে না উপায়ন্তর।
এছাড়াও পিএবি সড়ক থেকে সিইউএফএল সড়ক দিয়ে কয়েকশ গজ আসলে পড়তে হয় বড় বড় গর্তে। গর্তগুলোতে প্রতিদিন যাত্রী নিয়ে উল্টে যাচ্ছে একাধিক অটো রিকশা। পানিতে পড়ে বন্ধ হয়ে যাচ্ছে চলন্ত সিএনজি। বড় বড় গর্তগুলো কিছুদিন পূর্বে ভরাট করা হলেও ভারি যানবাহন চলাচলে পাশে আবারো বড় গর্ত সৃষ্টি হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
যাত্রীরা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিরা যাতায়াত করলেও দ্রুত সময়ে কোন পদক্ষেপ গ্রহন না করাই এই দুর্ভোগ যেন এই জনপদবাসীর ভাগ্যের পরিহাস বলে জানান।
এব্যাপারে সড়ক ও চাতরী চৌমুহনী বাজারের কষ্ট লাঘব করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া চাতরী ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ আফতাব উদ্দীন চৌধুরী সোহেল জানান, ৬ লাইন সড়কের কাজ চলায় চাতরী চৌমুহনী পানি নিষ্কাশনের ব্যবস্থা নষ্ট হয়ে এই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ হয়েছে শীঘ্রই সকড়টি চলাচলের উপযোগী হয়ে যাবে বলে জানান তিনি।
এব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, সড়কটির বিষয়ে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক সভায় আলোচনা হয়েছে। দ্রুত সময়ে সড়কের পাশে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। জনদুর্ভোগের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।