হোমনায় জাতীয় শিক্ষা পদক উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন সৈয়দা আঞ্জুমানারা কেয়া
- আপডেট টাইম : ০৮:৩৪:৩৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনায় জাতীয় শিক্ষা পদক-২০২২ উপলক্ষে হোমনা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন সৈয়দা আঞ্জুমানারা কেয়া।
গত বুধবার ( ১৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত বাছাই কমিটি ঘাড়মোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সৈয়দা আঞ্জুমানারা কেয়া কে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচন করেন।
এদিকে সৈয়দা আঞ্জুমানারা কেয়া ৪ জুন ২০০৬ সালে ঘাড়মোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই সততা দক্ষতার এবং সুনামের সাথে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জানা যায়, বিলকিস মোশারফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জি.এম আতাউর রহমান সাহেবের কনিষ্ঠ কন্যা সৈয়দা আঞ্জুমানারা কেয়া।
এ বিষয়ে সৈয়দা আঞ্জুমানারা কেয়া বলেন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় বাছাই কমিটিসহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।