সংবাদ শিরোনাম ::
মাদক কারবারি ভূমি দালাল নয়া ষড়যন্ত্রে নব নিযুক্ত ওসি
মোঃ জামাল আহমেদ স্টাফ রিপোর্টার
- আপডেট টাইম : ০৬:৩৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬ ৫০০০.০ বার পাঠক
কাশিমপুর থানাধীন মাদক কারবারি ভূমি দালাল ও দষ্যুদের এক বিরাট সিন্ডিকেট। মেট্রোথানা প্রতিষ্ঠা হওয়ার পর উল্লখিত অপরাধীরা তাদের গডফাদারের মাধ্যমে উক্ত থানার দায়িত্ব প্রাপ্ত কর্তাব্যক্তিদের সান্নিধ্য লাভ করে, দীর্ঘদিন যাবৎ যে অপকর্মে চালিয়ে আসছিলো, সম্ভবত এবার দায়িত্ব প্রাপ্ত নতুন ওসি তার বিপরীত মুখি অবস্থান নিয়েছেন। বিভিন্ন সূত্রে জানা যায় মাদক বিরুদী অভিযানে
আটক কৃতদের মুক্ত করতে ফাদারের তদবির ডোনেশনের গুরুত্ব নতুন ওসি কতৃিক প্রত্যাখাত হওয়ায় চায়ের দোকানে
ঝর বইছে। বাবারা লুঙ্গি পেন্ট খুলে বড়ো তার বড়ো বাবাদের কাছে দৌড়াচ্ছে পাগলা ঘোড়ার মতো। এই বুঝি জাত গেলো। কে বলেছে এই পৃথিবী টাকার গোলাম না- না এখনো কিছু রয়ে গেছে।
সুতরাং সাধু তুমি সাবধান।
আরো খবর.......