ফুটবল টুর্নামেন্ট ২০২১, এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
- আপডেট টাইম : ০৪:১৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৮ ৫০০০.০ বার পাঠক
সালনা হাবিব উল্যাহ ময়দানে ’শেখ আবু নাসের স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১’ এর ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ কমিশনার মহোদয়ের অংশগ্রহণ।
অদ্য ১০ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখে সালনা হাবিব উল্যাহ ময়দানে ’শেখ আবু নাসের স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১‘ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জনাব এ্যাডভোকেট আজমত উল্লা খান, সভাপতি, গাজীপুর মহানগর আওয়ামীলীগ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব শামসুন নাহার, এমপি, জনাব আসাদুর রহমান কিরণ, ভারপ্রাপ্ত মেয়র, গাজীপুর সিটি কর্পোরেশন, জনাব আনিসুর রহমান, জেলা প্রশাসক, গাজীপুর, জনাব আব্দুল ওয়াহেদ বাবুল, চেয়ারম্যান, ডিবিএল গ্রুপ, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও একসময়কার তুখোড় ছাত্রনেতা ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন নবীন খেলোয়াড়, বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠকবৃন্দ, এলাকার গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।