মহানগরীর কাটাখালি থানাতে ফের ভুয়া পিবিআই অফিসার গ্রেফতার-২
- আপডেট টাইম : ০২:৫৩:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ২১১ ৫০০০.০ বার পাঠক
মহানগরীর কাটাখালি থানায় গ্রেফতার দুই ভূয়া পিবিআই অফিসার মহানগরীর কাটাখালি থানায় গ্রেফতার দুই ভূয়া পিবিআই অফিসার
রাজশাহী মহানগরীতে ওয়াহেদুল শেখ অরফে অপু (৩২) ও গোলাম রসুল অরফে রনক (৩৫) নামের দুই ভূয়া পিবিআই অফিসারকে গ্রেফতার করেছে কাটাখালী থানার পুলিশ।
রবিবার (৪ সেপ্টম্বর ) দিবাগত রাত দেড় টায় মহানগরীর উপকন্ঠ টাংগন এলাকা থেকে তাদের গ্রেফতার করে এসআই জুয়েল ও সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের শরীরে পরিহিত পুলিশের লাইটিং জ্যাকেট ও পুলিশের টুপি উদ্ধার করা হয়।
টাংগনের স্থানীয়’রা সাংবাদিকদের জানান আটককৃত’রা টাংগন এলাকায় বিভিন্ন মোটরসাইকেল থামিয়ে পিবিআই অফিসার পরিচয় দিয়ে চাঁদা আদায় কালীন সময়ে কাটাখালির থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুয়া পিবিআই অফিসার পরিচয়দানকারী ও কথিত সাংবাদিক নামক দুজনকে ধাওয়া দিয়ে আটক করা হয়।
এর আগে রাত ১০টায় আটককৃতরা সাংবাদিক পরিচেয় দিয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তুহিন আলির কাছে অসুস্থ বলে ওষুধ কেনার ওজুহাত দেখিয়ে টাকা চায়। তথ্য অনুসন্ধানে জানা গেছে একইভাবে রাজশাহীর বিভিন্ন উপজেলায় গিয়ে ডিবি পুলিশ ও পিবিআই অফিসার সাংবাদিক পরিচায়দানকারীকে ধাওয়া করে পরে টাংগণে এসে ওই দুই সাংবাদিকনামক পরিচয়দানকারি পিবিআই অফিসারকে আটক করা হয়েছে।
এ ব্যপারে জানতে চাইলে কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম সিদ্দিকুর রহমান জানিয়েছেন পিবিআই অফিসার পরিচয় দিয়ে ওয়াহেদুল শেখ অরফে অপু ও গোলাম রসুল অরফে রনক নামের দুই ব্যক্তি টাংগন রোডে চাঁদা আদায় করার সময় তাদের ধাওয়া দিয়ে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের শরীরে পরিহিত পুলিশের লাইটিং জ্যাকেট ও পুলিশের টুপি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।