ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
মিথ্যা সংবাদের প্রতিবাদ লিগ্যাল নোটিশ করতে প্রস্তুতি বাগেরহাটের শরনখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর আমড়াগাছি খালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন বাংলাদেশ সিরিজের দল ঘোষণা আমিরাতের ঠাকুরগাঁওয়ে আ:লীগ অফিস দখল, ভূল সিদ্ধান্ত ছিলো// সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধার আহবায়ক গাজা দখল করে ‘ফ্রিডম জোন’ বানাতে চান ট্রাম্প মধ্যরাতের অধ্যাদেশ’ বাতিলে সারাদেশে কলম বিরতি এনবিআরের একাধিক নেতাদের গণপদত্যাগ আগামী ১৫ ও ১৭ মে পর্যন্ত চলবে কর্মসূচি বিডিআর বিদ্রোহ: কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ২৭ জন পালানো’র সময় বিমানবন্দর থেকে বহিষ্কৃত বিএনপি নেতা আটক নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট কার বাক্সে? শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথে থাকবেন’

এ যেন বিড়াল বাড়ি

মোঃ জামাল আহমেদ, স্টাফ রিপোর্টার।
  • আপডেট টাইম : ০৬:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • / ৩২৩ ১৫০০০.০ বার পাঠক

কোন বানিজ্যিক উদ্দেশ্যে নয়, সখ আর ভালবাসা থেকেই এ বাড়িতে পালিত হচ্ছে ছোট বড় মিলিয়ে দেশীয় জাতের মোট ত্রিশটি বিড়াল। বিড়াল গুলোও পোষ মেনেছে জাহাঙ্গীর-তাহমিনা দম্পতির ভালবাসার কাছে। এ বিড়াল বাড়ির দেখা মিলবে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার মুজিবুর রহমানের ভাড়া বাড়িতে।

গানঃ জাহাঙ্গীর হোসেন।
মনের আনন্দে গান গাইছেন জাহাঙ্গীর হোসেন। তার এই গান টুনিটুনি, ডুগডুগি, হিরামনি, মনিপুরী ও কুটি জমিদারদের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। ২০১৭ সালে রাস্তা থেকে কুড়িয়ে আনেন একটি বিড়ালের বাচ্চা। শখ করে নাম রাখেন টুনটুনি। টুনটুনি থেকে পাঁচ বছরের ব্যবধানে ছোট বড় মিলিয়ে এখন তার বিড়ালের সংখ্যা ত্রিশটি। আর এই বিড়ালদের নিয়েই কাটিয়ে দেন দিনের অনেকটা সময়। তাদের নিয়ে প্রতিদিনই বসে মিলনমেলা। এসময় কেউ উঠছেন কাঁধে, কেউ বা আবার কোলে, আবার কেউ চলেছেন গা ঘেঁষে। এতেই যেন মহাআনন্দ জাহাঙ্গীর ও তার পবিবারের। তবে এদের লালনপালনে প্রতিমাসে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। খাবারে তালিকায় থাকে ভাত, মাছ ও মুরগির মাংসসহ অন্যান্য মজাদার খাবার।

সটঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, বিড়াল প্রেমী।

জাহাঙ্গীরের পাশাপাশি বিড়াল গুলোকে আপন করে নিয়েছেন তার একমাত্র সন্তান ও স্ত্রী।

ভক্সপপঃ স্ত্রী ও সন্তান।

বিড়ালের প্রতি এমন ভালোবাসা দেখে মুগ্ধ প্রতিবেশীরা।

ভক্সপপঃ প্রতিবেশী ৩ জন ।

প্রাণীকূলের প্রতি ভালবাসা বাড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে। এমনটাই প্রত্যাশা জাহাঙ্গীরের মত সকল প্রানী প্রেমীদের।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এ যেন বিড়াল বাড়ি

আপডেট টাইম : ০৬:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২

কোন বানিজ্যিক উদ্দেশ্যে নয়, সখ আর ভালবাসা থেকেই এ বাড়িতে পালিত হচ্ছে ছোট বড় মিলিয়ে দেশীয় জাতের মোট ত্রিশটি বিড়াল। বিড়াল গুলোও পোষ মেনেছে জাহাঙ্গীর-তাহমিনা দম্পতির ভালবাসার কাছে। এ বিড়াল বাড়ির দেখা মিলবে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার মুজিবুর রহমানের ভাড়া বাড়িতে।

গানঃ জাহাঙ্গীর হোসেন।
মনের আনন্দে গান গাইছেন জাহাঙ্গীর হোসেন। তার এই গান টুনিটুনি, ডুগডুগি, হিরামনি, মনিপুরী ও কুটি জমিদারদের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। ২০১৭ সালে রাস্তা থেকে কুড়িয়ে আনেন একটি বিড়ালের বাচ্চা। শখ করে নাম রাখেন টুনটুনি। টুনটুনি থেকে পাঁচ বছরের ব্যবধানে ছোট বড় মিলিয়ে এখন তার বিড়ালের সংখ্যা ত্রিশটি। আর এই বিড়ালদের নিয়েই কাটিয়ে দেন দিনের অনেকটা সময়। তাদের নিয়ে প্রতিদিনই বসে মিলনমেলা। এসময় কেউ উঠছেন কাঁধে, কেউ বা আবার কোলে, আবার কেউ চলেছেন গা ঘেঁষে। এতেই যেন মহাআনন্দ জাহাঙ্গীর ও তার পবিবারের। তবে এদের লালনপালনে প্রতিমাসে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। খাবারে তালিকায় থাকে ভাত, মাছ ও মুরগির মাংসসহ অন্যান্য মজাদার খাবার।

সটঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, বিড়াল প্রেমী।

জাহাঙ্গীরের পাশাপাশি বিড়াল গুলোকে আপন করে নিয়েছেন তার একমাত্র সন্তান ও স্ত্রী।

ভক্সপপঃ স্ত্রী ও সন্তান।

বিড়ালের প্রতি এমন ভালোবাসা দেখে মুগ্ধ প্রতিবেশীরা।

ভক্সপপঃ প্রতিবেশী ৩ জন ।

প্রাণীকূলের প্রতি ভালবাসা বাড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে। এমনটাই প্রত্যাশা জাহাঙ্গীরের মত সকল প্রানী প্রেমীদের।