ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ভৈরবে ট্রেন থেকে ছিনতাইকারী তিন নারী গ্রেপ্তার গাজীপুরের শ্রীপুরে বিপ্লব হত্যা মামলার আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অসহায় পুলিশ প্রশাসন জেনেও নীরব স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবেনা ।।ঠাকুরগাঁওয়ে শামসুজ্জামান দুদু জাতীয়তাবাদী দল বিএনপি’র মোংলা উপজেলার ২নং বুড়িডাঙ্গা ইউনিয়নের ওর্য়াড কমিটির নির্বাচন সম্পন্ন টাঙ্গাইলে আলহাজ্ব মোজাম্মেল হককে ও জাতীয় পার্টির কার্যক্রমকে কঠোর হস্তে দমন করবে বিএনপি-জামায়াত নেতারা, আওয়ামী-জাপা দালাল সাংবাদিকদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব রোজার আগে পণ্যের দাম নিয়ে যে বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ফের নিষেধাজ্ঞা? বার্ষিক সাধারণ সভা ২০২৫ আয়োজিত ১৬ বছর পর কারামুক্ত বিডিআরের ১৬৮ সদস্য আইএমএফের শর্তে রাজস্ব আহরণে কতটা সফল, জানতে চায় অর্থ বিভাগ

এ যেন বিড়াল বাড়ি

মোঃ জামাল আহমেদ, স্টাফ রিপোর্টার।
  • আপডেট টাইম : ০৬:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • / ২৮০ ৫০০০.০ বার পাঠক

কোন বানিজ্যিক উদ্দেশ্যে নয়, সখ আর ভালবাসা থেকেই এ বাড়িতে পালিত হচ্ছে ছোট বড় মিলিয়ে দেশীয় জাতের মোট ত্রিশটি বিড়াল। বিড়াল গুলোও পোষ মেনেছে জাহাঙ্গীর-তাহমিনা দম্পতির ভালবাসার কাছে। এ বিড়াল বাড়ির দেখা মিলবে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার মুজিবুর রহমানের ভাড়া বাড়িতে।

গানঃ জাহাঙ্গীর হোসেন।
মনের আনন্দে গান গাইছেন জাহাঙ্গীর হোসেন। তার এই গান টুনিটুনি, ডুগডুগি, হিরামনি, মনিপুরী ও কুটি জমিদারদের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। ২০১৭ সালে রাস্তা থেকে কুড়িয়ে আনেন একটি বিড়ালের বাচ্চা। শখ করে নাম রাখেন টুনটুনি। টুনটুনি থেকে পাঁচ বছরের ব্যবধানে ছোট বড় মিলিয়ে এখন তার বিড়ালের সংখ্যা ত্রিশটি। আর এই বিড়ালদের নিয়েই কাটিয়ে দেন দিনের অনেকটা সময়। তাদের নিয়ে প্রতিদিনই বসে মিলনমেলা। এসময় কেউ উঠছেন কাঁধে, কেউ বা আবার কোলে, আবার কেউ চলেছেন গা ঘেঁষে। এতেই যেন মহাআনন্দ জাহাঙ্গীর ও তার পবিবারের। তবে এদের লালনপালনে প্রতিমাসে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। খাবারে তালিকায় থাকে ভাত, মাছ ও মুরগির মাংসসহ অন্যান্য মজাদার খাবার।

সটঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, বিড়াল প্রেমী।

জাহাঙ্গীরের পাশাপাশি বিড়াল গুলোকে আপন করে নিয়েছেন তার একমাত্র সন্তান ও স্ত্রী।

ভক্সপপঃ স্ত্রী ও সন্তান।

বিড়ালের প্রতি এমন ভালোবাসা দেখে মুগ্ধ প্রতিবেশীরা।

ভক্সপপঃ প্রতিবেশী ৩ জন ।

প্রাণীকূলের প্রতি ভালবাসা বাড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে। এমনটাই প্রত্যাশা জাহাঙ্গীরের মত সকল প্রানী প্রেমীদের।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এ যেন বিড়াল বাড়ি

আপডেট টাইম : ০৬:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২

কোন বানিজ্যিক উদ্দেশ্যে নয়, সখ আর ভালবাসা থেকেই এ বাড়িতে পালিত হচ্ছে ছোট বড় মিলিয়ে দেশীয় জাতের মোট ত্রিশটি বিড়াল। বিড়াল গুলোও পোষ মেনেছে জাহাঙ্গীর-তাহমিনা দম্পতির ভালবাসার কাছে। এ বিড়াল বাড়ির দেখা মিলবে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার মুজিবুর রহমানের ভাড়া বাড়িতে।

গানঃ জাহাঙ্গীর হোসেন।
মনের আনন্দে গান গাইছেন জাহাঙ্গীর হোসেন। তার এই গান টুনিটুনি, ডুগডুগি, হিরামনি, মনিপুরী ও কুটি জমিদারদের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। ২০১৭ সালে রাস্তা থেকে কুড়িয়ে আনেন একটি বিড়ালের বাচ্চা। শখ করে নাম রাখেন টুনটুনি। টুনটুনি থেকে পাঁচ বছরের ব্যবধানে ছোট বড় মিলিয়ে এখন তার বিড়ালের সংখ্যা ত্রিশটি। আর এই বিড়ালদের নিয়েই কাটিয়ে দেন দিনের অনেকটা সময়। তাদের নিয়ে প্রতিদিনই বসে মিলনমেলা। এসময় কেউ উঠছেন কাঁধে, কেউ বা আবার কোলে, আবার কেউ চলেছেন গা ঘেঁষে। এতেই যেন মহাআনন্দ জাহাঙ্গীর ও তার পবিবারের। তবে এদের লালনপালনে প্রতিমাসে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। খাবারে তালিকায় থাকে ভাত, মাছ ও মুরগির মাংসসহ অন্যান্য মজাদার খাবার।

সটঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, বিড়াল প্রেমী।

জাহাঙ্গীরের পাশাপাশি বিড়াল গুলোকে আপন করে নিয়েছেন তার একমাত্র সন্তান ও স্ত্রী।

ভক্সপপঃ স্ত্রী ও সন্তান।

বিড়ালের প্রতি এমন ভালোবাসা দেখে মুগ্ধ প্রতিবেশীরা।

ভক্সপপঃ প্রতিবেশী ৩ জন ।

প্রাণীকূলের প্রতি ভালবাসা বাড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে। এমনটাই প্রত্যাশা জাহাঙ্গীরের মত সকল প্রানী প্রেমীদের।