ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে ফেসবুক ও ইউটিউবার আলমগীরগং গোজবে ব্যস্ত! চাঁদপুর মুসআব বিন উমাইর রা:মাসজিদ ও মাদরাসা কমপ্লেক্স এর উদ্যোগে হুদাল্লিল মুত্তাক্কিন কনফারেন্স অনুষ্ঠিত মাগুরার মহম্মদপুর উপজেলার শ্রেষ্ঠ প্রি -ক্যাডেট স্কুল মহম্মদপুর আইডিয়াল একাডেমীর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে শ্রীপুরের বরমী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ গ্রামীণ জীবনযাত্রা ও সাম্প্রীতিক আলোকচিত্র প্রদর্শনীতে প্রথম হলেন সাংবাদিক সাকিল আহমেদ জামিন পেলেন সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি, পেছালো শুনানি পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, নিহত ৩০ সিন্ডিকেট করে ‘লুটপাট’ ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষ নিলেন ডোনাল্ড ট্রাম্প আজমিরীগঞ্জে কনকনে ঠান্ডা বাতাস ও  তীব্র শীতে  জন জীবন বিপর্যস্ত

এ যেন বিড়াল বাড়ি

মোঃ জামাল আহমেদ, স্টাফ রিপোর্টার।
  • আপডেট টাইম : ০৬:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • / ২৮২ ৫০০০.০ বার পাঠক

কোন বানিজ্যিক উদ্দেশ্যে নয়, সখ আর ভালবাসা থেকেই এ বাড়িতে পালিত হচ্ছে ছোট বড় মিলিয়ে দেশীয় জাতের মোট ত্রিশটি বিড়াল। বিড়াল গুলোও পোষ মেনেছে জাহাঙ্গীর-তাহমিনা দম্পতির ভালবাসার কাছে। এ বিড়াল বাড়ির দেখা মিলবে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার মুজিবুর রহমানের ভাড়া বাড়িতে।

গানঃ জাহাঙ্গীর হোসেন।
মনের আনন্দে গান গাইছেন জাহাঙ্গীর হোসেন। তার এই গান টুনিটুনি, ডুগডুগি, হিরামনি, মনিপুরী ও কুটি জমিদারদের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। ২০১৭ সালে রাস্তা থেকে কুড়িয়ে আনেন একটি বিড়ালের বাচ্চা। শখ করে নাম রাখেন টুনটুনি। টুনটুনি থেকে পাঁচ বছরের ব্যবধানে ছোট বড় মিলিয়ে এখন তার বিড়ালের সংখ্যা ত্রিশটি। আর এই বিড়ালদের নিয়েই কাটিয়ে দেন দিনের অনেকটা সময়। তাদের নিয়ে প্রতিদিনই বসে মিলনমেলা। এসময় কেউ উঠছেন কাঁধে, কেউ বা আবার কোলে, আবার কেউ চলেছেন গা ঘেঁষে। এতেই যেন মহাআনন্দ জাহাঙ্গীর ও তার পবিবারের। তবে এদের লালনপালনে প্রতিমাসে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। খাবারে তালিকায় থাকে ভাত, মাছ ও মুরগির মাংসসহ অন্যান্য মজাদার খাবার।

সটঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, বিড়াল প্রেমী।

জাহাঙ্গীরের পাশাপাশি বিড়াল গুলোকে আপন করে নিয়েছেন তার একমাত্র সন্তান ও স্ত্রী।

ভক্সপপঃ স্ত্রী ও সন্তান।

বিড়ালের প্রতি এমন ভালোবাসা দেখে মুগ্ধ প্রতিবেশীরা।

ভক্সপপঃ প্রতিবেশী ৩ জন ।

প্রাণীকূলের প্রতি ভালবাসা বাড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে। এমনটাই প্রত্যাশা জাহাঙ্গীরের মত সকল প্রানী প্রেমীদের।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এ যেন বিড়াল বাড়ি

আপডেট টাইম : ০৬:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২

কোন বানিজ্যিক উদ্দেশ্যে নয়, সখ আর ভালবাসা থেকেই এ বাড়িতে পালিত হচ্ছে ছোট বড় মিলিয়ে দেশীয় জাতের মোট ত্রিশটি বিড়াল। বিড়াল গুলোও পোষ মেনেছে জাহাঙ্গীর-তাহমিনা দম্পতির ভালবাসার কাছে। এ বিড়াল বাড়ির দেখা মিলবে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার মুজিবুর রহমানের ভাড়া বাড়িতে।

গানঃ জাহাঙ্গীর হোসেন।
মনের আনন্দে গান গাইছেন জাহাঙ্গীর হোসেন। তার এই গান টুনিটুনি, ডুগডুগি, হিরামনি, মনিপুরী ও কুটি জমিদারদের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। ২০১৭ সালে রাস্তা থেকে কুড়িয়ে আনেন একটি বিড়ালের বাচ্চা। শখ করে নাম রাখেন টুনটুনি। টুনটুনি থেকে পাঁচ বছরের ব্যবধানে ছোট বড় মিলিয়ে এখন তার বিড়ালের সংখ্যা ত্রিশটি। আর এই বিড়ালদের নিয়েই কাটিয়ে দেন দিনের অনেকটা সময়। তাদের নিয়ে প্রতিদিনই বসে মিলনমেলা। এসময় কেউ উঠছেন কাঁধে, কেউ বা আবার কোলে, আবার কেউ চলেছেন গা ঘেঁষে। এতেই যেন মহাআনন্দ জাহাঙ্গীর ও তার পবিবারের। তবে এদের লালনপালনে প্রতিমাসে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। খাবারে তালিকায় থাকে ভাত, মাছ ও মুরগির মাংসসহ অন্যান্য মজাদার খাবার।

সটঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, বিড়াল প্রেমী।

জাহাঙ্গীরের পাশাপাশি বিড়াল গুলোকে আপন করে নিয়েছেন তার একমাত্র সন্তান ও স্ত্রী।

ভক্সপপঃ স্ত্রী ও সন্তান।

বিড়ালের প্রতি এমন ভালোবাসা দেখে মুগ্ধ প্রতিবেশীরা।

ভক্সপপঃ প্রতিবেশী ৩ জন ।

প্রাণীকূলের প্রতি ভালবাসা বাড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে। এমনটাই প্রত্যাশা জাহাঙ্গীরের মত সকল প্রানী প্রেমীদের।