নাসিরনগরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান
- আপডেট টাইম : ০৫:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ৪৪৩ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি গত প্রায় ছয় মাস,অর্থ্যাৎচলতি বছরের ২৭ ফেব্রুয়ারি নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন বদলি হওয়ার পর থেকে পদটি শূণ্য হয়ে পড়ে।
দীর্ঘদিন যাবৎ নাসিরনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ শূণ্য, এ নিয়ে বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশিত হয়।
গত ২ আগষ্ট ২০২২ চট্রগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইউএনও পদের জন্য সংস্থ্যাপন শাখায় ন্যস্ত মোঃ ফখরুল ইসলাম কে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিসেবে পদায়ন করা হয়।অবশেষে রোববার (২৮ আগষ্ট ২০২২) নাসিরনগরের নতুন ইউএনও মোঃ ফখরুল ইসলাম আনুষ্ঠানিক যোগদান করে প্রথম কর্মদিবস শুরু করেছেন। নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফিউদ্দিন আহাম্মেদ,ও ভারপ্রাপ্ত ইউএনও এর দায়িত্ব পালনরত উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মোনাব্বর হোসেন আজ নতুন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম কে ফুল দিয়ে বরন করে নেন।
নবাগত নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম পার্বত্য চট্রগ্রামের রাঙ্গামাটি জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
নতুন কর্মস্থলে যোগদানের প্রাক্কালে তিনি নাসিরনগর উপজেলাবাসি সকলের সহযোগীতা কামনা করেছেন।