কসবায় ৪৩ কেজি গাঁজাসহ ৭ মাদক পাচারকারী গ্রেফতার

- আপডেট টাইম : ০১:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৯২ ১৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত শনিবার (২৭ আগস্ট) গভীর রাতে উপজেলার বায়েক ও কায়েমপুর ইউনিয়নে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ৪৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। এসময় মাদক পাচারকারী ৭ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ, বিজিবি ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল-আলম।
টাস্কফোর্সের অভিযানকালে গ্রেফতারকৃতরা হলেন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে আবুল কালাম (৫০), একই গ্রামের মৃত মিন্টু মিয়ার ছেলে লিটন মিয়া (৩৪), মৃত মুর্তুজ আলীর ছেলে হারিছ মিয়া (৩৪) এবং বজলু মিয়ার ছেলে মোঃ হানিফ মিয়া (৪৫)। বায়েক ইউনিয়নের বালিয়াহুরা গ্রামের মৃত নুর ইসলাম এর ছেলে মোঃ বাছির মিয়া (২২), বায়েক গ্রামের খোরশেদ ভূইয়ার ছেলে মোঃ হালিম ভূইয়া (৩৫) এবং কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের রাজু আহমেদের ছেলে রাজু মিয়া (২২)।
ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, সীমান্তের মাদক চোরাকারবারী গডফাদারদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই তাদেরকে গ্রেফতার করা হবে।