সংবাদ শিরোনাম ::
শখের ছাগল বিক্রি করায় স্বামীর সাথে অভিমানে স্ত্রীর আত্মহত্যা
বরগুনা প্রতিনিধিঃ
- আপডেট টাইম : ০৩:৩২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / ১৫৩ ৫০০০.০ বার পাঠক
বরগুনার পাথরঘাটায় স্বামীর ওপর অভিমান তাসলিমা (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তাসলিমা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিবাড়ী এলাকার আলী হোসেনের স্ত্রী।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কালমেঘা ইউনিয়নে এ ঘটনা ঘটে। তাঁদের কারিমা নামে তিন বছরের একটি মেয়ে আছে।
প্রতিবেশী হনুফা বেগম জানান, তাসলিমার শখের একটি ছাগল তাঁর স্বামী বৃহস্পতিবার বিকেলে বিক্রি করে দেন। এ নিয়ে স্বামীর ওপর অভিমান করে সন্ধ্যার দিকে গাছে দেওয়ার কীটনাশক পান করেন তাসলিমা।
কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পরলে তাঁকে দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জানান, উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানোর সময় রাত ৯টার দিকে তাসলিমার মৃত্যু হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, খবর পেয়ে পাথরঘাটা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
আরো খবর.......