সংবাদ শিরোনাম ::
ছাত্রকে নির্যাতনের ঘটনায় শিক্ষক পলাতক, প্রতিষ্ঠান সিলগালা

বরগুনা প্রতিনিধিঃ
- আপডেট টাইম : ০৩:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / ১৮৭ ১৫০০০.০ বার পাঠক
বরগুনার তালতলীতে প্রিইভেট পড়তে গিয়ে বন্ধুদের সঙ্গে দুষ্টুমি করায় স্কুলছাত্রকে বেধরক পেটান ছগির হোসেন নামে এক শিক্ষক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে তালতলির স্থানিয় প্রশাসন এবং সিলগালা করা হয় উক্ত প্রতিষ্ঠানটি অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।
শুক্রবার (২৬ আগস্ট) বিষয়টি সময়ের কন্ঠকে মুঠো ফোনে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ।
এর আগে গত মঙ্গলবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে। পরে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার হলে তা প্রশাসনের নজরে আসে এবং অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
ইউ এন ও, ভাইরাল ভিডিওটি দেখে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পায়। পরে বৃহস্পতিবার (২৫ আগস্ট) ওই কোচিং সেন্টারে গিয়ে অভিযুক্ত শিক্ষক ছগির হোসেনকে না পেয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
উল্লেখ্য, তালতলী লাউপাড়ায় ‘সাকসেস কোচিং সেন্টার’ নামে একটি কোচিং সেন্টার খোলেন স্থানীয় শিক্ষক ছগির হোসেন। সেখানে বিভিন্ন শ্রেণির প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান ছগির মাষ্টার ।
সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির আসাদ তার বন্ধুদের সঙ্গে দুষ্টুমি করে। এ কারণে তাকে রুমে আটকে নির্মমভাবে নির্যাতন করেন শিক্ষক ছগির হোসেন। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে পদক্ষেপ নেয় তালতলির স্থানিয় প্রশাসন।
আরো খবর.......