বরগুনায় পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোঃ আবদুস ছালাম
- আপডেট টাইম : ০৪:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ২৬৭ ৫০০০.০ বার পাঠক
চৌধুরী মোঃ ইকবাল হোসেন।
বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম।
বুধবার (২৪ আগষ্ট) ২০২২ ইং বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি । এ সময় নবনিযুক্ত পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা (সার্কেল) তোফায়েল আহমেদ, সদর থানার (ওসি )আলী আহম্মেদ, তালতলী থানার (ওসি) শাখাওয়াত হোসেন তপু, বেতাগী থানার (ওসি) শাহ আলম, বামনা থানার (ওসি) বশির আহমেদ, পাথরঘাটা থানার (ওসি) আবুল বাশার, আমতলী থানার (ওসি) মিজানুর রহমান, জেলা গোয়েন্দা শাখার (ওসি ডিবি) শহিদুল ইসলাম মিলন সহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তারা, পাশাপাশি বরগুনা জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাগণও নবনিযুক্ত পুলিশ সুপার কে ফুল দিয়ে বরণ করেন।
পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণ করে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বলেন মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গীবাদমুক্ত বরগুনা গড়তে নিরলস ভাবে কাজ করবেন তিনি।
এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। এবং জেলা পুলিশকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার জনাব আব্দুস সালাম এর আগে, বিশেষ শাখা, এসবি ঢাকায় কর্মরত ছিলেন।