ফলোআপ, সাতক্ষীরা তালার মূর্তিমান আতঙ্ক সন্ত্রাসী কোপা সাকু বাহিনীর তৎপরতা রুখবে কে
- আপডেট টাইম : ০৩:৪৪:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২
- / ৩৫৩ ৫০০০.০ বার পাঠক
সাতক্ষীরা তালার মূর্তিমান আতঙ্ক সন্ত্রাসী কোপা সাকু বাহিনী আরো বেপরোয়া হয়ে উঠেছে। ভয়ংকর এই সন্ত্রাসী বাহিনীর প্রধান হিংস্র কোপা সাকু প্রকাশ্য দিবালোকে বৃষ্টির মত বোমা ফাটিয়ে এবং কুপিয়ে আকিমদ্দীন গোলদার নামের এক ব্যক্তিকে হত্যা করে সেই লাশ কাঁধে করে এনে এলাকাবাসীকে নিজের হিংস্রতা দেখিয়ে ছিল। এরপর থেকে এই সন্ত্রাসীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক অপরাধ করে গেলেও তার বিরুদ্ধে মুখ খোলার সাহস কারোর নেই। কোনো অন্যায় অপরাধ করলে কেউ এই ভয়ংকর সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করতে সাহস পায়না, আবার এই সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা হলেও সাক্ষী দেয়ার সাহস কেউ রাখেনা। ভয়ংকর এই সন্ত্রাসীর বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করলে সাংবাদিকের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলা করছে ভয়ংকর এই সন্ত্রাসী ও তার দলবল। সন্ত্রাসী সাইকুল ইসলাম (কোপা সাকু) তালা উপজেলার মুড়াগাছা গ্ৰামের মৃত আবুল কাশেম শেখ (কোদন শেখ)র ছেলে। মুড়াগাছা এলাকায় কন্ট্রাকে দাদনের টাকা আদায় করে দেয়ার জন্য রফি নামের এক ব্যক্তিকে তুলে আনার ঘটনায় সন্ত্রাসীর বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করায় প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি তালা থানার সাধারণ সম্পাদক ও প্রতিবন্ধী সাংবাদিক শেখ সিরাজুল ইসলামের উপর বারবার সন্ত্রাসী হামলা চালাচ্ছে সন্ত্রাসী কোপা সাকু ও তার দলবল। সংবাদ সংগ্রহ করাকে কেন্দ্র করে গত (৩০-মে) ২০২২ ইং তারিখ রাতে শালিখা কলেজের সামনে প্রতিবন্ধী সাংবাদিক ও প্রতিবন্ধী নেতা সিরাজুলের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলা লুটপাট চালায় সন্ত্রাসী সাকু ও তার বাহিনী। এসময় সন্ত্রাসীরা সিরাজুলকে মারপিট সহ হত্যার চেষ্টা চালিয়ে গুরুতর আহত অবস্থায় সিরাজুলকে রাস্তার ধারে ফেলে রেখে যায়। হামলার সময় সন্ত্রাসীরা সিরাজুলের মোটর চালিত প্রতিবন্ধী গাড়ি মোবাইল নগত টাকা সহ মালামাল লুট করে নেয়, যা আজো উদ্ধার হয়নি। প্রথম হামলা লুটপাটের পর গত (১৩-ই) জুন আদালত থেকে বাড়ি ফেরার পথে আবারো তালার মাগুরা এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে সিরাজুলের মামলার কাগজপত্র, মোবাইল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয় সন্ত্রাসীদের লোকজন। এঘটনায় সিরাজুল বাদী হয়ে ঐদিন তালা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর থেকে সন্ত্রাসী সাকু ও তার দলবল প্রতিনিয়ত মামলা তুলে নেয়ার জন্য এব়ং মামলা তুলে না নিলে সিরাজুলকে সপরিবারে হত্যার জন্য হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত (২৪) জুলাই ইং তারিখ বিকাল ৫ ঘটিকার সময় সন্ত্রাসী সাকু, ওলি, রাব্বি সহ ছয়জন মিলে সিরাজুলের বাড়িতে ভয়াবহ সন্ত্রাসী হামলা লুটপাট চালায়। এঘটনায় সিরাজুল বাদী হয়ে তালা থানায় মামলা দায়ের করেন। এরপর (২০) আগষ্ট বিকালে সন্ত্রাসী সাকু ধারালো অস্ত্র নিয়ে সিরাজুলের বাড়িতে আবারো হামলা চালায়। (২১) আগষ্ট সন্ত্রাসীরা আদালতে হাজির হয়ে জামিন নেয়। জামিন পাওয়ার পর থেকে সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে সিরাজুলের করা মামলা তুলে না নিলে সিরাজুলকে সপরিবারে হত্যার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে বেড়াচ্ছে। বিএনপি পন্থী সন্ত্রাসী সাকু দেশে জামাত বিএনপির ভয়ংকর তান্ডব চলাকালীন সময়ে তালা সাতক্ষীরায় হামলা ভাংচুর অগ্নিসংযোগ সহ নাশকতার ঘটনায় সক্রিয় ভাবে জড়িত ছিল। বর্তমানে বিএনপি পন্থী এই ভয়ংকর সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামি কোপা সাকুকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কিছু নেতা নিজেদের প্রয়োজনে ব্যবহারের জন্য শেল্টার দেয়া সহ লালন পালন করছেন এমন অভিযোগ পাওয়া গেছে। বিএনপি পন্থী এই ভয়ংকর সন্ত্রাসী কিছু আওয়ামী নেতাদের ছত্রছায়ায় আরো বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে সন্ত্রাসী কোপাসাকু এলাকার মুর্তীমান আতংক হয়ে দাঁড়িয়েছে। এলাকায় সাকু যত বড় অপরাধ করূক তার বিরুদ্ধে কথা বলার সাহস কেউ রাখেনা। বিএনপি পন্থী সন্ত্রাসী সাকু ও তার বিএনপি নেতা ভাই ইউনিয়নের একজন সাবেক জনপ্রতিনিধি সহ কিছু নেতাদের ছত্রছায়ায় থেকে এলাকায় জামাত বিএনপিকে সক্রিয় করে সরকার বিরোধী আন্দোলন সহ বিশৃঙ্খলা ও নাশকতার জন্য দলবল নিয়ে সক্রিয় হচ্ছে বলে একাধিক সুত্রে জানাগেছে। খুন দখলবাজি হামলা লুটপাট দস্যুতা অবৈধ লেনদেনের টাকা আদায় নারী কারবার দালালি সহ এমন কোন অপরাধ নেই যা টাকার বিনিময়ে এই সন্ত্রাসী সাকু করেনা। এই ভয়ংকর সন্ত্রাসীর বিরুদ্ধে রয়েছে হত্যা দখলবাজি হামলা লুটপাট সহ বিভিন্ন মামলা। সন্ত্রাসী সাকুর বিরুদ্ধে কুমারী মেয়েকে ফুঁসলিয়ে অবৈধ সম্পর্ক করে সেই মেয়েকে গর্ভবতী করার তথ্য পাওয়া গেছে। ভয়ংকর সন্ত্রাসী কোপা সাকু ও তার বাহিনীর ভয়ংকর থাবা থেকে মুক্তি চায় নিরীহ জনগন। সন্ত্রাসী কোপা সাকু বাহিনীর হামলার শিকার প্রতিবন্ধী প্রতিনিধি ও প্রতিবন্ধী সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম বর্তমানে গৃহবন্দী হয়ে স্ত্রী-সন্তান নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। একাধিক প্রতিবন্ধী সাংবাদিক মানবাধিকার সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধী সিরাজুলের নিরাপত্তা দেয়া সহ লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য প্রশাসন সহ উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রতিবন্ধী প্রতিনিধি ও সংবাদকর্মী সিরাজুলের ওপর বারবার সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি সহ দেশের বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন ও তাদের সহযোগী সংগঠন বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুতি নিয়েছেন বলে জানাগেছে। ভয়ংকর এই সন্ত্রাসীর হাত থেকে মুক্তি চাই তালা এলাকাবাসী।