ট্রাম্পের বিচারে’ সিনেটে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
- আপডেট টাইম : ০৫:০৯:৩২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১
- / ২৬৮ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক।।
সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন বিচার শুরুর জন্য প্রতিনিধি পরিষদ সিনেটে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে। ধারণা করা হচ্ছে আগামী মাসে সিনেটে ট্রাম্পের বিচারকার্য শুরু হবে।
ন্যান্সি পেলোসি দ্বারা নিযুক্ত হাউসের নয় সদস্য সোমবার সন্ধ্যায় সিনেটে অভিশংসনের প্রমাণাদি হস্তান্তর করেন।
উপস্থাপন করা অভিযোগে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে ক্যাপিটলে ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার আগে এক বক্তব্যে তাদের উসকানি দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট।
গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে।
এর আগে ১৪ জানুয়ারি ট্রাম্পকে দেশটির প্রতিনিধি পরিষদ অভিশংসন করে। প্রতিনিধি পরিষদে ২৩২-১৯৭ ভোটে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। রিপাবলিকান দলের ১০ জন সদস্য ট্রাম্পের বিপক্ষে গিয়ে ভোট দেয়।
আরও পড়ুন: বিশ্বনেতাদের চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি
এখন সিনেটের অভিশংসন বিচারে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন পড়বে।