নিখোঁজের ৭দিনপর শিশুর লাশ উদ্ধার, সৎভাই গ্রেফতার
- আপডেট টাইম : ০২:১৪:৪৭ অপরাহ্ণ, সোমবার, ২৫ জানুয়ারি ২০২১
- / ২৮৪ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥
গাজীপুরে নিখোঁজের ৭ দিন পর প্রায় সাড়ে তিন বছর বয়সের এক শিশুর লাশ সোমবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে অপহরণ ও খুনের এঘটনায় তার সৎভাই নাহিদ সরকারকে (২২) গ্রেফতার করা হয়েছে।
নিহতের নাম নোমান। সে গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল এলাকার আবু সাঈদ সরকারের ছেলে।
জিএমপি’র সদর থানার ওসি রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, গত ১৮ জানুয়ারি (সোমবার) বেলা ১১টার দিকে বাড়ি নোমান তার সৎভাই নাহিদ সরকারের সঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর হতে নিখোঁজ হয় নোমান। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি।
এ ঘটনায় জড়িত সন্দেহে আবু সাঈদের প্রথম স্ত্রীর ছেলে নাহিদ সরকার (২২)সহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে শিশুটির মা সাইদা পারুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপ্রেক্ষিতে পুলিশ বুধবার নাহিদকে গ্রেফতার করে।
এদিকে সোমবার দুপুরে স্থানীয় কয়েক শিশু বাড়ির পার্শ্ববর্তী সীমানা প্রাচীর দিয়ে ঘেরা বাগানের গাছ থেকে বরই পাড়তে যায়। এসময় তারা সেখানে কলা গাছের ঝোপের ভিতরে নোমানের লাশ দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, শিশুটির পড়নে থাকা জ্যাকেটের ফিতা তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। প্রায় সপ্তাহ খানেক আগে শিশুটি নিখোঁজ হলেও তার লাশে পচন ধরেন নাই। বেশ কিছুদিন ধরে সাঈদের দুই সংসারের সদস্যদের মাঝে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরেই শিশুটিকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। গ্রেফতারকৃত নাহিদের বিরুদ্ধে তার বেয়াই (ভায়রার ভাই) হত্যার মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।