কসবায় চার হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

- আপডেট টাইম : ০২:৫৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ২১১ ১৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইয়াবাসহ কামরুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার তিনলাখপীর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। কামরুল ইসলাম কুমিল্লা জেলার বুড়িচং থানার শঙ্খুচাইল গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আজ শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিনলাখপীর এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাকে আটকানো হয়। কামরুল ইসলামের বাচনভঙ্গি সন্দেহজনক হলে তাকে আটক করে তল্লাশী করে তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা পান। তাকে থানায় নিয়ে পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে।
অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নির্মুল অভিযান চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে তিনলাখপীর এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ কামরুল ইসলামকে আটক করে জেল হাজতে পাঠানো হয়।
ইয়াসিন মনি খান
কসবা (ব্রাহ্মণবাড়িয়া)
01601-335733
তারিখ-১৯-০৮-২০২২