ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক ইবিতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকছে না কোন পরিবহন সেবা নবাবগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকের সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পাকুন্দিয়া উপজেলায় ৪ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী গ্রেফতার রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশনে আগুন তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম কিরাটন ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আমাদের মাঝে আর নেই শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন

বাসন থানার অভিযান চালিয়ে  ০৫ জন ডাকাত ধারালো অস্ত্রসহ গ্রেফতার

বাসন থানার অভিযানে ০৫ জন ডাকাত দলের সদস্য গ্রেফতার সহ তাহাদের নিকট হইতে ডাকাতির কাজে ব্যবহৃত ০৩টি রামদা, ০১টি লোহার রড এবং ০১টি ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার।

ইং ১৭/০৮/২০২২ তারিখ ০০.৩০ ঘটিকার সময় বাসন থানাধীন যোগীতলা সাকিনস্থ বাংলালিংক টায়ার সংলগ্ন রশ্নি মায় স্টোর নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি গ্রহণ করিয়া অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের সদস্য ১। মোঃ রাজিব (২৩), পিতা-আনছার আলী, মাতা-আকলিমা, সাং-সূর্যনগর, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর বর্তমান সাং-চান্দনা (বর্ষা সিনেমা হলের পিছনে সুমন এর বাড়ির ভাড়াটিয়া), থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর ২। মোঃ সুজন (২২), পিতা-মৃত মিলন, মাতা-পারভীন, সাং-ঝলমলিয়া (বাজার), থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী, বর্তমান সাং-ভোগড়া (ভাসমান) থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর ৩। মোঃ রাজু ওরফে পিনিক রাজু (২০), পিতা-মৃত সেলিম হোসেন, মাতা-জোসনা বেগম, সাং-বয়ড়া, থানা ও জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-ভোগড়া (ফারুক এর বাড়ির ভাড়াটিয়া), থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর, ৪। মোঃ সায়েম রহমান (১৯), পিতা-রফিকুল ইসলাম মন্ডল, মাতা-সুফিয়া বেগম, সাং-কালিকাপুর, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর, বর্তমান সাং-চান্দনা (বুড়ির মোড় মোবারক হাজীর বাড়ির ভাড়াটিয়া) থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর, ৫। মোঃ মাহফুজ (২১), পিতা-মোঃ মোস্তফা, মাতা-মাফিয়া, সাং-নোয়াপাড়া, থানা-ইশ^রগঞ্জ, জেলা-ময়মনসিংহ বর্তমান সাং-চান্দনা হাজী মার্কেট, থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুরদের গ্রেফতার পূর্বক তাহাদের দখল হইতে ডাকাতির কাজে ব্যবহৃত ০৩টি লোহার তৈরী রামদা, ০১টি লোহার রড, ০১টি ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়।
বাসন থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মালেক খসরু খান আরো জানান, তখন ডাকাত দলের আরোও অজ্ঞাতনামা ৩/৪ জন সদস্য দৌড়াইয়া পালিয়ে যায়। উপরোক্ত ঘটনার বিষয়ে বাসন থানার মামলা নং-১৯, তারিখ-১৭/০৮/২০২২, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইন এর ১৯(ভ) ধারা তৎসহ পেনাল কোড আইনের ৩৯৯/৪০২ ধারা রুজু করা হয়।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক

বাসন থানার অভিযান চালিয়ে  ০৫ জন ডাকাত ধারালো অস্ত্রসহ গ্রেফতার

আপডেট টাইম : ১২:৩৭:৫১ অপরাহ্ণ, বুধবার, ১৭ আগস্ট ২০২২

বাসন থানার অভিযানে ০৫ জন ডাকাত দলের সদস্য গ্রেফতার সহ তাহাদের নিকট হইতে ডাকাতির কাজে ব্যবহৃত ০৩টি রামদা, ০১টি লোহার রড এবং ০১টি ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার।

ইং ১৭/০৮/২০২২ তারিখ ০০.৩০ ঘটিকার সময় বাসন থানাধীন যোগীতলা সাকিনস্থ বাংলালিংক টায়ার সংলগ্ন রশ্নি মায় স্টোর নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি গ্রহণ করিয়া অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের সদস্য ১। মোঃ রাজিব (২৩), পিতা-আনছার আলী, মাতা-আকলিমা, সাং-সূর্যনগর, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর বর্তমান সাং-চান্দনা (বর্ষা সিনেমা হলের পিছনে সুমন এর বাড়ির ভাড়াটিয়া), থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর ২। মোঃ সুজন (২২), পিতা-মৃত মিলন, মাতা-পারভীন, সাং-ঝলমলিয়া (বাজার), থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী, বর্তমান সাং-ভোগড়া (ভাসমান) থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর ৩। মোঃ রাজু ওরফে পিনিক রাজু (২০), পিতা-মৃত সেলিম হোসেন, মাতা-জোসনা বেগম, সাং-বয়ড়া, থানা ও জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-ভোগড়া (ফারুক এর বাড়ির ভাড়াটিয়া), থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর, ৪। মোঃ সায়েম রহমান (১৯), পিতা-রফিকুল ইসলাম মন্ডল, মাতা-সুফিয়া বেগম, সাং-কালিকাপুর, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর, বর্তমান সাং-চান্দনা (বুড়ির মোড় মোবারক হাজীর বাড়ির ভাড়াটিয়া) থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর, ৫। মোঃ মাহফুজ (২১), পিতা-মোঃ মোস্তফা, মাতা-মাফিয়া, সাং-নোয়াপাড়া, থানা-ইশ^রগঞ্জ, জেলা-ময়মনসিংহ বর্তমান সাং-চান্দনা হাজী মার্কেট, থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুরদের গ্রেফতার পূর্বক তাহাদের দখল হইতে ডাকাতির কাজে ব্যবহৃত ০৩টি লোহার তৈরী রামদা, ০১টি লোহার রড, ০১টি ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়।
বাসন থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মালেক খসরু খান আরো জানান, তখন ডাকাত দলের আরোও অজ্ঞাতনামা ৩/৪ জন সদস্য দৌড়াইয়া পালিয়ে যায়। উপরোক্ত ঘটনার বিষয়ে বাসন থানার মামলা নং-১৯, তারিখ-১৭/০৮/২০২২, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইন এর ১৯(ভ) ধারা তৎসহ পেনাল কোড আইনের ৩৯৯/৪০২ ধারা রুজু করা হয়।