ট্রেনের ছাদে যাত্রী, মানছে না নিয়ম ট্রেনের ছাদে যাত্রী নেয়া নিষেধ থাকলেও, হরহামেশা যাত্রী উঠেই যাচ্ছেন

- আপডেট টাইম : ০৩:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ২১৭ ১৫০০০.০ বার পাঠক
গতকাল আখাউড়া থেকে ঢাকাগামী ৩৩ নং তিতাস কমিউটারে অর্ধশতাধিক যাত্রী ট্রেনের ছাদে উঠেছেন। ট্রেনের ভেতর পর্যাপ্ত জায়গা থাকা সত্বেও তারা ছাদে উঠেছেন। কর্তৃপক্ষ নিষেধ করলেও তারা সে কথায় কান দিচ্ছেন না। গতকাল ভৈরব রেল জংশন থেকে ছবিটি তোলা।
গত ২১ জুলাই ২০২২ তারিখে এ ব্যাপারে আদালত একটি আদেশ জানিয়েছিলো। সেখানে বলা হয়েছিলে, যেসব কর্মকর্তারা রেলের ছাদে যাত্রী নেয়ার ব্যাপারে সাহায্য করবেন বা কাজে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন।
রেলের ছাদে যাত্রী নেয়া বেআইনী, তারপরও আপনারা ছাদে যাত্রী নিচ্ছেন কেন, এমন প্রশ্নের জবাবে তিতাস কমিউটারের ‘খ’ বগিতে দায়িত্বে থাকা মোঃ সোহেল মিয়া (এটিএস) বলেন- আমরা শত বাঁধা দিয়েও যাত্রীদেরকে ছাদে উঠা থেকে বিরত রাখতে পারি না। উল্টো আমরা আরো তাদের নিকট অপদস্ত হই।
যেসব ট্রেনের ছাদে যাত্রী উঠছেন, এ সবই মূলত লোকাল ট্রেন। ছাদে উঠা যাত্রীদের অধিকাংশ সখের বসেই ছাদে উঠে। যাত্রীরা বুঝতে পারছেন না, সখের বসে তারা মৃত্যুর ঝুঁকি নিচ্ছে। আন্তঃনগর ট্রেনের ছাদে সচরাচর যাত্রী উঠে না। এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি রাখা এবং দ্রুত পদক্ষেপ নেয়া অতীব জরুরি।