বেতনের দাবিতে ডিএসসিসি হিসাবরক্ষণদফতরে কর্মীদের হামলা: ৪ শ্রমিকচাকরিচ্যুত
- আপডেট টাইম : ০৫:০৭:৪৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ জানুয়ারি ২০২১
- / ৩২১ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
বকেয়া বেতনের দাবিতে ঢাকা দক্ষিণ সিটিকরপোরেশনের (ডিএসসিসি) হিসাবরক্ষণ কর্মকর্তারদফতরে হামলার অভিযোগে ৪ জন দৈনিকমজুরিভিত্তিতে কর্মরত শ্রমিককে বরখাস্ত করা হয়েছে।রবিবার (২৪ জানুয়ারী) সংস্থার সচিবআকরামুজ্জামানের সই করা এক অফিস আদেশেতাদেরকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া হামলায় ইন্দনদেওয়ার অভিযোগে সংস্থার স্ক্যাভেঞ্জার্স অ্যান্ডওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি এম এ গনি ও সাধারণসম্পাদক মো. আব্দুল লতিফকে কারণ দর্শাও নোটিশদেওয়া হয়েছে।
কর্মচ্যুত হওয়া শ্রমিকরা হচ্ছেন– অঞ্চল–৫ এর ৫১ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অধিন কর্মরতস্কেলভুক্ত পরিচ্ছন্নতা কর্মী মো. হারুন মিয়া, দৈনিকমজুরি ভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী (ট্রাক) মো. আলী মিয়া, অঞ্চল–২ এর বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অধিন কর্মরতপরিচ্ছন্নতাকর্মী (ট্রাক) মোহাম্মদ আলী সোহরাব ওঅঞ্চল–১ এর ১৬ নং ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগেরঅধিন দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত শ্রমিক মো. হাসু।
ডিএসসিসি সচিব আকরামুজ্জামানের সই করা অফিসআদেশে বলা হয়েছে– ‘বর্জ্য ব্যবস্থাপনা বিভাগেরপরিচ্ছন্নতা কর্মী এম এ গনি ও মো. আব্দুল লতিফসহ৩৫/৪০ জন পরিচ্ছন্নতাকর্মী গত ২০ জানুয়ারিআনুমানিক বিকেল ৩টার দিকে প্রধান হিসাব রক্ষণকর্মকর্তার দফতর উপস্থিত হয়ে বেতন সংক্রান্ত বিষয়েবাগ বিতণ্ডায় লিপ্ত হন এবং তাদের (এম এ গনি ও মো. আব্দুল লতিফ) ইঙ্গিতে পরিচ্ছন্নতা কর্মী মো. হারুনমিয়া, মো. আলী মিয়া, মোহাম্মদ আলী সোহরাব এবংমো. হাসু প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার ব্যক্তিগতসহকারী মো. আলী হোসেনকে মারধর করেন। যাআইন শৃঙ্খলা পরিপস্থি। আইন শঙ্খলা পরিপন্থিকর্মকাণ্ডের জন্য অত্র করপোরেশন হতে নিন্মোক্তদৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত ৪ জন পরিচ্ছন্নতাকর্মীকে কর্মচ্যুত করা হলো। যথাযথ কর্তৃপক্ষেরঅনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’
এদিকে যাদের ইঙ্গিতে এই ঘটনা ঘটেছে বলে অফিসআদেশে উল্লেখ করা হয়েছে তাদের বিরুদ্ধে শুধু কারণদর্শাও নোটিশেই সিমাবদ্ধ রেখেছে কর্তৃপক্ষ। তা ছাড়াঘটনার সঙ্গে ৩৫/৪০ জন পরিচ্ছন্নতা কর্মী বলেছেবলেও তাতে বলা হয়েছে। কিন্তু তাদেরকে বাদ দিয়েদৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত সাধারণ চারজনকর্মীকে কর্মচ্যুত করায় বিষয়টি নিয়ে পক্ষপাতেরঅভিযোগ করেছেন অনেকেই। তবে কর্মচ্যুত হওয়ারভয়ে তারা কেউ নাম প্রকাশ করতে রাজি হননি।
এসব কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে দৈনিক মজুরিভিত্তিতে নিয়োগ পেয়ে আমরা দক্ষিণ সিটিকরপোরেশনের কর্মরত আছি। কিন্তু গত কয়েক মাসধরে আমরা কাজ করলেও আমাদেরকে বেতর দেওয়াহচ্ছে না। বাসা ভাড়া দিতে পারছি না। ফলে পরিবারপরিজন নিয়ে আমরা বিপদে রয়েছি। কবে নাগাদবেতন দেওয়া হবে সেই বিষয়টির খোঁজ নেওয়ার জন্যআমরা শ্রমিকরা হিসাব বিভাগে যোগাযোগ করি। এইঅপরাধে আমাদেরকে কয়েকজনকে কর্মচ্যুত করাহয়েছে।
এদিকে ডিএসসিসিতে মশক নিধন কাজে দৈনিকমজুরি ভিত্তিতে কর্মরতরা কয়েক মাস ধরে বেতন ভাতাপাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। গত ৫ জানুয়ারিতারা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবেদফতরের সামনে অবস্থান ও বিক্ষোভ করেন।
তারা জানান, নিয়োগপত্র পেয়ে গত বছরের জুন মাসথেকে দৈনিক মজুরিভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটিকরপোরেশনে কর্মরত আছেন। স্থানীয় সরকারমন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মশক নিধন কাজের জন্যতাদের বিভিন্ন ওয়ার্ডে নিয়োগ করা করে ডিএসসিসি।নিয়োগের ৫ মাস পর তাদেরকে ওয়ার্ড থেকে প্রত্যাহারকরে সচিব দফতরে সংযুক্ত করা হয়। সে থেকেনিয়মিত হাজিরা নেওয়া হলেও বেতন দেওয়া হচ্ছে না।
তারা আরও জানান, সচিব দফতরে তারা নিয়মিতদায়িত্ব পালন করছেন। কিন্তু দায়িত্ব পালন করলেওচলতি মাসসহ গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনএখনও পাননি। কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনও ব্যবস্থানেয়নি। এতে পরিবার–পরিজন নিয়ে তারা বিপদেরয়েছেন।
যাদের ইঞ্জিতে ঘটনাটি ঘটেছে বলে চিঠিতে উল্লেককরা হয়েছে তাদের মধ্যে এম এ গনি ঢাকা দক্ষিন সিটিকরপোরেশন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নেরসভাপতি ও মো. আব্দুল লতিফ সাধারণ সম্পাদক।
জানতে চাইলে ইউনিয়েনের সাধারণ সম্পাদক আব্দুললতিফ বলেন, আমাদের কর্মীদের বেতন দেরি হচ্ছে।সে কারণে আমরা কর্মীরা হিসাব বিভাগে গিয়েযোগাযোগ করলে সেখানে একটু ভুল বোঝাবুঝি হয়।এ কারণে চারজন কর্মীকে কর্মচ্যুত করা হয়েছে।কর্তৃপক্ষের সঙ্গে আদের কথা হয়েছে। আশা করি তারাএই আদেশ প্রত্যাহার করবেন। তিনি