ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয় সংঘর্ষ। আহত অর্ধ শতাধিক টঙ্গীতে ডেভিল হান্ট এর অভিযানে আ.লীগের নেত্রী ও তার পাঁচ সহযোগীকে ১৭৫১ পিস ফেনসিডিলসহ গ্রেফতার পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন মদিনা প্যালেস নামের একটি ভবনের ৫ টি ফ্লাটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে নান্দাইল প্রেসক্লাবের ১৭তম দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্ত সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রঞ্জু দুপুরে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ, পাকিস্তানের বাঁচা–মরার ম্যাচ পাকিস্তান-বাংলাদেশ সরাসরি বাণিজ্য পুনরায় শুরু, ১৯৭১ সালের পর প্রথম খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি ২ মার্চ রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত শহরের প্রান কেন্দ্রে অবস্থিত ৪৫ বছরের পুরানো এ প্রতিষ্ঠান নাম হলো আদর্শ স্কুল এন্ড কলেজ অথচ কলেজ শাখায় একজন ছাত্র/ছাত্রীও নেই মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

জ্বালানি তেল সংক্রান্ত গুজব সম্পর্কে-বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ব্যাখ্যা

মোহাম্মদ আবু কাউসার তুষার
  • আপডেট টাইম : ০৪:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • / ২২৮ ৫০০০.০ বার পাঠক

সূএ তথ্য মতে জানান-আজ-

২৭.০৭.২০২২ইং-এ-বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানান-

একটি স্বার্থানেষী মহল,জ্বালানি তেলের মজুদ নিয়ে অসত্য ও মনগড়া তথ্য প্রচার করছে,যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।আমরা দৃঢ় প্রত্যয়ে বলছি যে-বাংলাদেশ পেট্রোলিয়াম করর্পোরেশনের আওতাধীন কোম্পানিসমূহের ডিপোতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে।বর্তমানে দেশে জ্বালানি তেলের কোন ঘাটতি বা সংকট নেই।সংকটের কোন আশঙ্কাও নেই।ইতোমধ্যে আগামী ০৬ মাসের জন্য প্রয়োজনীয় তেল আমদানির প্রক্রিয়া পাইপ লাইনে আছে।আমাদের ডিজেল বর্তমানে -(২৭.০৭.২০২২ইং) মজুদ রয়েছে ৪৩১,৮৩৫ মেট্রিকটন।দৈনিক গড় বিক্রয় ১৩,৬০৭ মেট্রিক টন হিসেবে ৩২ দিনের; জেট-এ-১ মজুদ রয়েছে ৪৪ দিনের ও ফার্ণেস ওয়েল মজুদ রয়েছে ৩২ দিনের। অর্থাৎ আমাদের মজুদ সক্ষমতা অনুসারে যথেষ্ট পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে।উল্লেখ্য যে-পেট্রোল পুরোটাই বাংলাদেশ উৎপাদন করে। অকটেনের প্রায় ৪০ ভাগ বাংলাদেশ উৎপাদন করে।

জুলাই ২০২২ মাসে ৯টি জাহাজ হতে ইতোমধ্যে ২৫৫,০০০ মেট্রিকটন ডিজেল, ২টি জাহাজে প্রায়  ৪৩,০০০ মেট্রিকটন জেট-এ-১, ১টি জাহাজ হতে ২৪,৬৭৭ মেট্রিকটন অকটেন এবং ২টি জাহাজ হতে ৫৩,৩৫৮ মেট্রিকটন ফার্ণেস ওয়েল গ্রহণ করা হয়েছে।আগষ্ট ২০২২ইং মাসে ৮টি জাহাজে ২১৮,০০০ মেট্রিকটন ডিজেল, ১টি জাহাজে ২৫,০০০ মেট্রিকটন জেট-এ-১, ১টি জাহাজে হতে ২৫,০০০ মেট্রিকটন অকটেন আসবে।

আগামী ০৬ (ছয়) মাসের আমদানি পরিকল্পনানুসারে জ্বালানি তেল -বাংলাদেশে আসবে। এর ৫০ ভাগ জি-টু-জি চুক্তির মাধ্যমে এবং বাকী ৫০ ভাগ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয়াদেশ দেয়া হয়েছে। ঘাটতি হওয়ার কোন আশঙ্কা নেই।ভর্তুকী মূল্যে  সরবরাহকৃত জ্বালানি তেল ব্যবহারে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার জন্য-বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে-অনুরোধ করেছেন।ও-এ-বিষয়ে সবাইকে সচেতন থাকার-আহবান জানিয়েছেন-বাংলাদেশের স্বার্থে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জ্বালানি তেল সংক্রান্ত গুজব সম্পর্কে-বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ব্যাখ্যা

আপডেট টাইম : ০৪:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২

সূএ তথ্য মতে জানান-আজ-

২৭.০৭.২০২২ইং-এ-বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানান-

একটি স্বার্থানেষী মহল,জ্বালানি তেলের মজুদ নিয়ে অসত্য ও মনগড়া তথ্য প্রচার করছে,যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।আমরা দৃঢ় প্রত্যয়ে বলছি যে-বাংলাদেশ পেট্রোলিয়াম করর্পোরেশনের আওতাধীন কোম্পানিসমূহের ডিপোতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে।বর্তমানে দেশে জ্বালানি তেলের কোন ঘাটতি বা সংকট নেই।সংকটের কোন আশঙ্কাও নেই।ইতোমধ্যে আগামী ০৬ মাসের জন্য প্রয়োজনীয় তেল আমদানির প্রক্রিয়া পাইপ লাইনে আছে।আমাদের ডিজেল বর্তমানে -(২৭.০৭.২০২২ইং) মজুদ রয়েছে ৪৩১,৮৩৫ মেট্রিকটন।দৈনিক গড় বিক্রয় ১৩,৬০৭ মেট্রিক টন হিসেবে ৩২ দিনের; জেট-এ-১ মজুদ রয়েছে ৪৪ দিনের ও ফার্ণেস ওয়েল মজুদ রয়েছে ৩২ দিনের। অর্থাৎ আমাদের মজুদ সক্ষমতা অনুসারে যথেষ্ট পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে।উল্লেখ্য যে-পেট্রোল পুরোটাই বাংলাদেশ উৎপাদন করে। অকটেনের প্রায় ৪০ ভাগ বাংলাদেশ উৎপাদন করে।

জুলাই ২০২২ মাসে ৯টি জাহাজ হতে ইতোমধ্যে ২৫৫,০০০ মেট্রিকটন ডিজেল, ২টি জাহাজে প্রায়  ৪৩,০০০ মেট্রিকটন জেট-এ-১, ১টি জাহাজ হতে ২৪,৬৭৭ মেট্রিকটন অকটেন এবং ২টি জাহাজ হতে ৫৩,৩৫৮ মেট্রিকটন ফার্ণেস ওয়েল গ্রহণ করা হয়েছে।আগষ্ট ২০২২ইং মাসে ৮টি জাহাজে ২১৮,০০০ মেট্রিকটন ডিজেল, ১টি জাহাজে ২৫,০০০ মেট্রিকটন জেট-এ-১, ১টি জাহাজে হতে ২৫,০০০ মেট্রিকটন অকটেন আসবে।

আগামী ০৬ (ছয়) মাসের আমদানি পরিকল্পনানুসারে জ্বালানি তেল -বাংলাদেশে আসবে। এর ৫০ ভাগ জি-টু-জি চুক্তির মাধ্যমে এবং বাকী ৫০ ভাগ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয়াদেশ দেয়া হয়েছে। ঘাটতি হওয়ার কোন আশঙ্কা নেই।ভর্তুকী মূল্যে  সরবরাহকৃত জ্বালানি তেল ব্যবহারে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার জন্য-বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে-অনুরোধ করেছেন।ও-এ-বিষয়ে সবাইকে সচেতন থাকার-আহবান জানিয়েছেন-বাংলাদেশের স্বার্থে।