ভৈরব থেকে ২৪২ বোতল ফেন্সিডিল ও ০১টি পিকআপ‘সহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
- আপডেট টাইম : ০৮:৩৬:৫৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ২০১ ৫০০০.০ বার পাঠক
তারিখঃ ২১ জুলাই ২০২২ খ্রিঃ।
বিশেষ প্রেস বিজ্ঞপ্তি
কিশোরগঞ্জের ভৈরব থেকে ২৪২ বোতল ফেন্সিডিল ও ০১টি পিকআপ‘সহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
২১ জুলাই ২০২২ইং তারিখ ভোর অনুমানিক ০৪.০০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া সাকিনস্থ নাটালের মোড় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। কাজল চন্দ্র দেব (৫৫),পিতামৃত-সুধীর চন্দ্র সেন, সাং- ইসবপুর, থানা- বিশনাথ, জেলা- সিলেট ২। আব্দুর রশিদ (২০), পিতা-মোঃ মুনসের আলী, সাং- কাকরাইদ থানা-মধুপুর, জেলা- টাঙ্গাইলকে আটক করেন। এসময় ধৃত আসামীদ্বয়ের দখলে থাকা (ক) ২৪২ বোতল ফেন্সিডিল, (খ) একটি পিকআপ (গ) মাদক বিক্রয়ের নগদ ৯০০০/- (নয় হাজার) টাকা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীকে জিৎসাবাদে জানাযায় যে তারা দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।