ধর্ষণের মামলা, আসামি আটক
![](https://somoyerkontha.com/wp-content/uploads/2024/10/FB_IMG_1727975776303.jpg)
- আপডেট টাইম : ১১:২৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ২০৮ ৫০০০.০ বার পাঠক
নওগাঁর আত্রাই উপজেলার শাকিলা বানু (২১) নামে এক মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
এই ধর্ষণের মামলার ধর্ষক খন্দকার রিফাত (১৯) কে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। ধর্ষণকারী উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের খন্দকার হাফিজুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বাদীনি একজন গার্মেন্টস কর্মী। ধর্ষক একজন গার্মেন্টস শ্রম হওয়ায় তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে বিবাহ প্রলোভন দেখিয়ে বাদীনিকে বেশ কয়েকবার তাকে ধর্ষণ করে।
সর্বশেষ ১৩ জুলাই রাত ৮ টার দিকে বাদীনির বাড়িতে পিতা-মাতা না থাকার সুযোগ কাজে লাগিয়ে আসামি খন্দকার রিফাত পুনরায় ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাদীনি রিফাতকে বিবাহের কথা বলিলে সে বিবাহ করতে অশ্বিকৃতি জানায়। তখন বাদীনি কান্নাকাটি করিতে থাকিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে খন্দকার রিফাতকে কে আটকে রাখে পরে পুলিশ হাতে সোপর্দ করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তারেকুর রহমান জানান, বাদীনির অভিযোগের প্রেক্ষিতে আত্রাই থানায় এই মামলা রুজু করা এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।