ভৈরবে বিচারপতির উদ্যোগে গর্ভবতী মহিলাদের জন্য শিশু খাদ্য দুধ বিতরণ
- আপডেট টাইম : ০৩:৩৪:৪৪ অপরাহ্ণ, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / ১৫৯ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের ভৈরবে বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন এর উদ্যোগে গর্ভবর্তী মহিলাদের জন্য শিশু খাদ্য (নেদারল্যান্ডের ডানো)গরু দুধ বিতরণ করা হয়েছে।(১৩ জুলাই) বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ শিশু খাদ্য বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলার ২ হাজার ১শত মহিলাদের মাঝে এ শিশু খাদ্য দুধ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ভৈরব প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন কাজল,উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ,ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যান, বিচারপতির ছেলে ব্যারিস্টার অর্নবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের সবচেয়ে বড় যে জিনিসটি করা দরকার তাহলো সন্তানদেরকে ধন সম্পত্তির চেয়ে সু-শিক্ষা দেওয়া জরুরী ।
ধন সম্পদ না থাকলেও একটি শিক্ষিত মানুষ সমাজে সুন্দরভাবে বাচঁতে ও চলতে পারবে ।
নেদারল্যান্ডের ডানো কোম্পানীর পক্ষ থেকে বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সহযোগিতায় অসহায় দরিদ্র গর্ভবতী মায়েদের পুষ্টির জন্য এ দুধ বিতরণ করা হয় । তবে ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রধান অতিথি আশ্বস্থ করেন।