রায়পুরে অভিযানের পর ও বন্ধ হয়নি অবৈধ ডেজার
- আপডেট টাইম : ১১:৫২:১৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ২৫৫ ৫০০০.০ বার পাঠক
রায়পুরে অভিযানের পর ও বন্ধ হয়নি অবৈধ ডেজার মেশিন দিয়ে বালু উত্তেলন, এ যেন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাষ্ট্রের আইন অমান্য করে অপরিকল্পিতভাবে দিনের পর দিন বালু উত্তেলন করে যাচ্ছে রাক্ষুসে বালু ব্যাবসায়ীরা। কখনো নদী থেকে আবার কখনো ফসলি জমি,পুকুর কিংবা দিঘী থেকে আবাদে বালু উত্তেলন করে যাচ্ছে তারা।
বলছি রায়পুর উপজেলার আত্মঘাতী ড্রেজার মেশিনের মালিক বালু ব্যাবসায়ী বিএনপির নেতা মিষ্টারের কথা, তিনি দীর্ঘ ১ মাস যাবত অবৈধভাবে রায়পুর উপজেলার ৯ নং দক্ষিন চর আবাবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উদমারা এলাকার ব্রিজের গাশে ও বন্ধুগো বাড়ির খালের পাশে জৈনক নবীর হোসেনের সহযোগিতা ফিস হ্যাচারির পকুর থেকে বালু উত্তেলন করে চলছেন এর ফলে ফিসহ্যাচারি আশে পাশের জমির মালিকগন ভাঙন আতঙ্কে দিন যাপন করছে, অন্যদিকে ড্রেজার মেশিনের বিকট শব্দে চরমভাবে অতিষ্ঠ এলাকার মানুষ।
রাষ্ট্রীয় ভাবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ৫ এর ১ উপধারা অনুযায়ী পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না।যদি কেউ এ আইন লঙ্ঘন করে পাহাড়, নদী, খাল, পুকুর ফসলি জমি যে কোনো জায়গা থেকে অনুমতি ছাড়া মাটি ও বালু উত্তোলন করলে সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড ও সর্বনিম্ন ৫০ হাজার টাকা জরিমানা করা করার আইন রয়েছে। আর এই আইনের যথাযথ কার্যকর প্রয়োগ চান এলাকাবাসী।
অবৈধভাবে বালু উত্তেলন এর বিষয় জানতে ডেজার মালিক মিষ্টারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি সাংবাদিকদের ম্যানেজ করার ব্যর্থ চেষ্টা করেন । এবং বলেন এটা কোনো বড় অপরাধ না সামান্য অপরাধ, শত শত হাজার হাজার মানুষ বালু উত্তেলন করে যাচ্ছে , আমি করলেই শুধু দোষ।
এবিষয়ে স্থানীয় তহশিলদার আলি আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আপনার মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি.. বিষয়টি আমি দেখছি।